ক্রীড়া ডেস্ক

  ০৮ মার্চ, ২০১৮

‘ভালো খেলাই লক্ষ্য’

এবারের আসরের ‘আন্ডারডগ’ তকমা নিয়ে নিদাহাস ট্রফি শুরু করছে বাংলাদেশ। যাদের সবচেয়ে বেশি এগিয়ে রাখা হচ্ছিল সেই ভারতই পা হড়কেছে উদ্বোধনী ম্যাচে। পরশু অনায়াসেই রোহিত শর্মার দলকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় সারির ভারতীয় দলকে হারানোর দারুণ একটা সুযোগ-ই পাচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের নাজুক অবস্থা নয়, নিজেদের নিয়েই ভাবছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেদের সবটুকু দেওয়ার অঙ্গীকার করেলন তিনি।

এই টুর্নামেন্টে অবশ্য নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিসহ ভারতের প্রথম পছন্দের ছয় জন ক্রিকেটার নেই। এর পরও দলটির শক্তির গভীরতা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখছিলেন অনেক। কিন্তু প্রথম ম্যাচে সেই ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সেটি হতে পারে বাংলাদেশ দলের অনুপ্রেরণা। ভারতের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলে সবকটিই হেরেছে বাংলাদেশ। এবার খর্বশক্তির দলের বিপক্ষে সম্ভাবনার আলোও দেখা যাচ্ছে।

তবে প্রতিপক্ষের দুর্বলতা কিংবা অন্য দলের কাছ থেকে অনুপ্রেরণা খোঁজার চেষ্টাতেই আপত্তি মাহমুদউল্লাহর। বাংলাদেশ অধিনায়ক ভাবছেন নিজেদের নিয়ে। কাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি সে রকম কিছু ভাবছি না (খর্বশক্তির ভারত ও শ্রীলঙ্কার জয় থেকে অনুপ্রেরণা)। আমার ভাবনা শুধু ভালো ক্রিকেট খেলা নিয়ে। ছেলেদেরকে সেটিই বলছি আমি। নিজেদের প্রক্রিয়া ও শক্তির জায়গাটায় অটুট থাকতে হবে। অন্য কিছু না ভেবে, নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গাটুকু জানতে পারাটাই আমাদের জন্য ভালো হবে।’

মাহমুদউল্লাহ আরো বলেছেন, ‘প্রথম পছন্দের অনেকে না থাকলেও ভারত দারুণ একটি দল। তাদের প্রতি সর্বোচ্চ সমীহ আছে আমাদের। আমরা শুধু নিজেদের খেলাটা খেলতে চাই। আমরা আলোচনা করেছি, যে জায়গাগুলোতে আমরা ভালো, সেগুলো যেন আমরা ঠিকমত করতে পারি। যদি নিজেদের স্কিলগুলো দেখাতে পারি, আশা করি ভালো করব।’

ইনজুরি অনেক দিন ধরেই মাঠের বাইরে রেখেছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। তার অভাব পূরণের উপায় নিয়ে চলছে গবেষণা। সেই সাকিবই সশরীরে হাজির কলম্বোতে। ত্রিদেশীয় সিরিজের আগে ছোট্ট সফরে বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করতে এসেছেন দলের নিয়মিত অধিনায়ক।

মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কলম্বোতে আসেন সাকিব। বুধবার প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনেও এসেছিলেন। উৎসাহ জুগিয়েছেন সবাইকে। দুপুরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, নিয়মিত অধিনায়ককে পাশে পেয়ে গোটা দলই অনুপ্রাণিত। তিনি বলেছেন, ‘হ্যাঁ, সাকিব শ্রীলঙ্কায়। গতকাল (মঙ্গলবার) এসেছে। দলের সঙ্গে আছে। তাকে দলের সঙ্গে পাওয়া দারুণ ব্যাপার। সে এখানে এসেছে দলকে কিছু বলতে। তাকে পেয়ে আমরা অনুপ্রাণিত।’

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানান, বুধবার রাতেই ফিরে যাবেন সাকিব। চোট পাওয়া আঙুলের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে কলম্বো থেকেই যাবেন অস্ট্রেলিয়ায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist