ক্রীড়া ডেস্ক

  ০৬ মার্চ, ২০১৮

‘ব্যবধান গড়ে দিয়েছে মেসি’

রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন। প্রতিদ্বন্দ¦ীদের কাছ থেকে নিজেকে নিয়ে গেছেন শত মাইল দূরত্বে। যার বয়স ত্রিশ। এর মধ্যে জিতে নিয়েছেন ক্লাব ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফি। কেবল ছুঁয়ে দেখা হলো না বিশ্বকাপটা। এই সোনালী ট্রফিটা জিতলেই সর্বকালের সেরাদের কাতারে তার উঠে আসা নিশ্চিত ছিল। রেকর্ডের এই বরপুত্র একজনই। লিওনেল মেসি। পরশু নু ক্যাম্পে ক্যারিয়ারের ৬০০তম গোলটা করলেন আর্জেন্টিনা অধিনায়ক। বিস্ময়কর হচ্ছে এনিয়ে টানা তিন ম্যাচে মেসি গোল করলেন ফ্রি-কিক থেকে।

মেসির এই ‘ট্রেডমার্ক শটে’ লা লিগার প্রায় অলিখিত ফাইনালে জিতে গেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল করেছেন মেসি নিজেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অতিথি কোচ ডিয়েগো সিমিয়নে নির্মম সত্য কথাটা বললেন, ‘মেসিই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন।’

মহারণের আগে সর্বশেষ ম্যাচে লাস পালমাসের সাথে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন মেসি। কিন্তু তার এনে দেওয়া লিডটা সেদিন ধরে রাখতে পারেনি বার্সা। রেলিগেশন অঞ্চলে ধুঁকতে থাকা লাস পালমাসের সঙ্গে ড্র করেছিল কাতালান ক্লাবটি। অথচ এ ম্যাচটি জিতে টেবিলের দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা সাত-এ নিতে পারতো এরনেস্তো ভালভার্দের দল।

বার্সার হোঁচটে নিষ্প্রাণ লিগ হঠাৎই জমে ওঠার আভাস দিয়েছিল। কিন্তু পরশু বার্সাকে জিতিয়ে সেই রোমাঞ্চে জল ঢেলে দিলেন মেসি। প্রথমার্ধের ২৬ মিনিটে তার বাঁ পায়ের অসাধারণ ফ্রি-কিক আটকানোর ক্ষমতা হয়নি অ্যাটলেটিকোর গোলরক্ষক ইয়ান ওব্লাকের। ঝাঁপ দিয়ে বাঁ হাত দিয়ে বলটি ছুঁয়েও দিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। অ্যাটলেটিকোর চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে লা লিগার শিরোপার আরো কাছে চলে এসেছে বার্সা।

মেসির টানা ফ্রি-কিকে গোল শুরু হয় জিরোনার সাথে। এরপর ফ্রি-কিকে টানা গোল করেছেন লাস পালমাস ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। অ্যাটলেটিকোর সাথে জয় ও ৬০০তম গোলের রেকর্ডে ভাসছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ কোচ সিমিওনে ম্যাচে শেষে বলেছেন, ‘মেসি যদি অ্যাটলেটিকোর জার্সি পরে খেলতো তবে আমরাই জিততাম।’ বার্সা ম্যানেজার এরনেস্তো ভালভার্দে দলের এমন বীরত্বপূর্ণ জয় ও মেসির রেকর্ড নিয়ে উচ্ছ্াস প্রকাশ করে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিশ্ব ফুটবলে তার মতো কেউ নেই। আমি জানি না সে প্রতিপক্ষে দলের হয়ে খেললে বার্সার কি অবস্থা হতো!’

মেসির এই মাইলফলকের গোলের ফ্রি-কিকটা এখনো দর্শকদের চোখে লেগে থাকার কথা। এই গোলের বর্ণনা দিতে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক বলেছেন, ‘ম্যাচের তখন ২৬ মিনিট। বল গোলপোস্ট থেকে ২৫ গজ দূরত্বে ছিল। আমি বলের দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু রক্ষা করা হলো না।’

বার্সেলোনা ১

অ্যাটলেটিকো ০

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist