ক্রীড়া ডেস্ক

  ০৪ মার্চ, ২০১৮

মিথ্যা সাক্ষ্য দিয়েছেন মডরিচ?

মিথ্য সাক্ষ্য দেওয়ার অভিযোগ উঠল রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মডরিচের বিরুদ্ধে। ক্রোয়েশিয়ার রাষ্ট্রীয় আইনজীবীরা মডরিচের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন। ডায়নামো জাগরেবের সাবেক সভাপতি দ্রাভকো মামিচের বিচারে মডরিচ মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন বলে পরশু অভিযোগ গঠন করেছে দেশটির প্রধান আইন কর্মকর্তার কার্যালয়। এই অভিযোগ প্রমাণিত হলে পাঁচ থেকে ছয় বছরের জেল হতে পারে মডরিচের। তবে অভিযোগপত্রে মডরিচের নাম উল্লেখ করা হয়নি। ক্রোয়েশিয়ায় অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ না করাই প্রচলিত রীতি। শুধু মিথ্যা সাক্ষ্যের বিস্তারিত বিবরণ দিয়ে ৩২ বছর বয়সী ক্রোয়েশিয়ান এই নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম (রাষ্ট্রীয় টেলিভিশন) জানিয়েছে, রিয়াল মাদ্রিদে তারকা মডরিচের বিপক্ষে এ অভিযোগ গঠন করা হয়েছে। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডায়নামো জাগরেবে খেলেছেন মডরিচ। ক্রোয়েশিয়ার এ ক্লাব থেকে তিনি নাম লেখান টটেনহাম হটস্পারে। সেখান থেকে ২০১২ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। ক্রোয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, গত বছরের জুনে দ্রাভকো মামিচসহ ডায়নামোর আরো তিন কর্মকর্তার বিপক্ষে মামলায় মিথ্যা সাক্ষ্য দেন এ মিডফিল্ডার। ডায়নামো অফিসিয়ালদের বিপক্ষে সেই মামলায় ২.২ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ আনা হয়েছিল। এ ছাড়া ক্লাবটি থেকে ১৯.১৯ মিলিয়ন ডলার পাচারের অভিযোগও ছিল তাদের বিপক্ষে।

মডরিচ কিংবা রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist