ক্রীড়া ডেস্ক

  ০৩ মার্চ, ২০১৮

আজ নেইমারের সার্জারি

গত রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানে মার্শেইর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চোট পান নেইমার। ডান পায়ের গোড়ালির গাঁট মচকে যায় ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। ভাঙে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়। অস্ত্রোপচারের জন্য পরশু হুইল চেয়ারে ব্রাজিলে হাজির হন নেইমার। আজ বেলো হরিজন্তেতে তার পায়ের সার্জারি করার কথা। কিন্তু পায়ে অস্ত্রোপচার করানোর পর তাকে লম্বা সময় থাকতে হবে মাঠের বাইরে। তাতে বিশ্বকাপের আগে নেইমার মাঠে ফিরলেও তাকে ঠিক স্বরূপে দেখা যাবে কি না, তা নিয়ে শঙ্কা জেগেছে। তবে বিশ্বকাপের আগেই নেইমার পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে বিশ্বাস করেন ব্রাজিলের ট্রেনার।

চিকিৎসকরা জানিয়েছেন, নেইমারের সেরে উঠতে আড়াই থেকে তিন মাস সময় লাগতে পারে। এর অর্থ আক্রমণভাগের এই খেলোয়াড় খুব দ্রæত সুস্থ হয়ে উঠলে মে মাসের মাঝামাঝি সময়ে মাঠে ফিরতে পারেন। ১৪ জুন শুরু হবে রাশিয়া বিশ্বকাপ।

আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে পথচলা শুরু হবে ব্রাজিলের। ‘ই’ গ্রæপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ২৬ বছর বয়সী নেইমার খেলবেন বলে প্রত্যাশা ব্রাজিলের ট্রেনার ফাবিও মাশেরেদজিয়ানের। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত, সে প্রস্তুত থাকবে। আমি নিশ্চয়তা দিতে পারি যে, বিশ্বকাপে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হতে তার পর্যাপ্ত সময় আছে। এটা আমাদের জন্য ভালো হতে পারে, তা বলতেও আমার কোনো সমস্যা নেই। কারণ তার খুব বেশি ম্যাচ খেলতে হবে না। শারীরিকভাবে সম্ভবত সে খুব ভালো অবস্থায় থাকবে এবং একইভাবে মানসিক দিক থেকেও।’

ব্রাজিল ট্রেনারের আশাটা পূরণ হোক, ফুটবল দুনিয়া সেটাই প্রার্থনা করছে। নেইমারকে ছাড়া যে বিশ্বকাপ রঙ হারাবে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist