ক্রীড়া ডেস্ক

  ০৩ মার্চ, ২০১৮

বার্বাডোজে ফিরলেন সাকিব সেন্ট কিটসে মাহমুদউল্লাহ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবারের আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। যেই দলটার হয়েই টুর্নামেন্টে বিশ্বসেরা অলরাউন্ডারের অভিষেক হয়েছিল। সেটাও ২০১৩ সালের কথা। পরশু লন্ডনে সিপিএলের নিলামে তাকে দলে ফিরিয়েছে বার্বাডোজ।

সিপিএলের গত দুই মৌসুমে জ্যামাইকা তালাওয়াসে ছিলেন সাকিব। জাতীয় দলের দায়িত্ব পালনে দেশে ফেরায় গত মৌসুমে তার বদলি হিসেবে জ্যামাইকায় খেলার সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সিপিএলে সেটাই ছিল মাহমুদউল্লাহ রিয়াদের প্রথম মৌসুম। এবার অবশ্য নিলামেই দল পেয়েছেন তিনি। ৭০ হাজার ডলারে তাকে দলে টেনেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

সাকিব অবশ্য মাহমুদউল্লাহর চেয়ে প্রায় দ্বিগুণ দাম পেয়েছেন। তাকে ১ লাখ ৩০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে বার্বাডোজ। হাশিম আমলা, মার্টিন গাপটিল, ডোয়াইন স্মিথদের বার্বাডোজে সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব। সেন্ট কিটসে মাহমুদউল্লাহ অবশ্য সতীর্থ হিসেবে পাচ্ছেন টি-টোয়েন্টির সেরা ‘বিজ্ঞাপন’ ক্রিস গেইলকে। এ ছাড়াও এভিন লুইস, কার্লোস ব্রাফেটরাও খেলবেন সেন্ট কিটসে।

ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলে ১৮টি করে মোট ১০৮ জন ক্রিকেটার খেলবেন সিপিএলে। এর মধ্যে দলগুলো ধরে রেখেছে ৬১ ক্রিকেটারকে এবং ৪৭টি নতুন নাম যোগ হয়েছে। এবার নিলামে সর্বোচ্চ দাম (১ লাখ ৬০ হাজার ডলার) পেয়েছেন মোট ছয় ক্রিকেটারÑক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সোহেল তানভীর, মার্টিন গাপটিল, লেন্ডল সিমন্স ও ডোয়াইন ব্রাভো। অর্থাৎ, নিলামে আর একটু হলেই গেইল-রাসেলদের ছুঁয়ে ফেলতেন সাকিব।

আফগানিস্তান থেকে ১৭ বছর বয়সী লেগ স্পিনার কায়েস আহমেদকে দলে টেনেছে সেন্ট লুসিয়া স্টারস। নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ ম্যাচে ১৪ উইকেট নেওয়া কায়েসের দাম উঠেছে মাত্র ৭৫০০ ডলার। নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নাম লিখিয়ে ইতিহাস গড়া স›দ্বীপ লামিচাঁনেও থাকবেন সিপিএলে। ৫ হাজার ডলারে তাকে টেনেছে মাহমুদউল্লাহর দল সেন্ট কিটস। আইপিএলের মতো সিপিএলেও নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে খেলবেন লামিচাঁনে। আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে সিপিএলের পরবর্তী আসর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist