ক্রীড়া প্রতিবেদক

  ০১ মার্চ, ২০১৮

লঙ্কা মিশনে নেই হালসাল

রিচার্ড হালসাল কি আর জাতীয় দলের কোচিং স্টাফ নন? তিনি কি নিদাহাস ট্রফিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন না? গত ২৪ ঘণ্টা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় এ প্রশ্ন উঁকি দিয়েছে অনেকের মনেই। এমনও গুঞ্জন শোনা যাচ্ছে, জিম্বাবুয়েন বংশো™ভ‚ত এই ইংলিশ টাইগারদের সঙ্গে আর থাকছেন না। পরশুই পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে শ্রীলঙ্কায় তিন জাতি আসরে হেড কোচ নিয়োগ দেয়ার পর সে সন্দেহ আরো দানা বেঁধে উঠতে শুরু করেছে। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে হালসাল ছিলেন সহকারী কোচ। স্বাভাবিকভাবেই নিদাহাস ট্রফিতে কাউকে হেড কোচ করা হলে হালসালই ফার্স্ট চয়েজ হওয়ার কথা। কিন্তু তার জায়গায় দায়িত্ব পান কোর্টনি ওয়ালশ। হয়তো সেই অভিমানেই বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানছেন হালসাল।

কাল থেকে নিদাহাস ট্রফির জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও ভেতরের খবর হালসাল নাকি দেশেই নেই! তাই প্রশ্ন উঠেছে, তবে কি হালসাল একেবারেই চলে গেছেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীর কথা-বার্তায় কেমন যেন অন্য সুর! হালসাল কি আর সহকারী প্রশিক্ষক নন? নিজামউদ্দীনের মুখে এমন প্রশ্œের জবাব শুনে মনে হলো, হালসাল সম্ভবত চাকরি ছেড়ে দিয়েছেন, ‘হালসাল শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে থাকছেন না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist