ক্রীড়া ডেস্ক

  ০১ মার্চ, ২০১৮

মোরেনোতে মরণ রোনালদোহীন রিয়ালের

এস্পানিওল ১-০ রিয়াল। গিরোনা ১-০ সেল্টা

মৌসুমের শুরু থেকেই লা লিগায় যাচ্ছেতাই পারফরম্যান্স রিয়াল মাদ্রিদের। অবশ্য শেষ চার ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল তারা। তবে এস্পানিওলের মাঠে গিয়ে আবারও ছন্নছাড়া রিয়াল। মঙ্গলবার স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে গেছে জিদানের দল।

৬ মার্চ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির মাঠে খেলতে যাবে টানা ইউরোপ সেরারা। তাই প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নামে রিয়াল। ইনজুরির কারণে একাদশে ছিলেন না লুকা মডরিচ, টনি ক্রুস ও মার্সেলোরাও। এর প্রভাব ভালোভাবেই দেখা যায় মাঠে। ম্যাচজুড়ে এলোমেলো ফুটবল খেলেছেন বেল-ইসকোরা।

যদিও বার্সেলোনার এল প্রাতে গোলের প্রথম সুযোগ সৃষ্টি করেছিল জিদান শিষ্যরাই। তবে অষ্টম মিনিটে বেলের হেড হাত ঠেকিয়ে দেন এস্পানিওল গোলরক্ষক। ২৬ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল স্বাগতিকরাও। তবে জেরার্ড মোরেনোর শট নাভাসের পায়ে লেগে পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়। এই দুটি মুহূর্ত ছাড়া প্রথমার্ধে বলার মতো কাউন্টার অ্যাটাক করতে পারেনি কেউই।

বিরতি থেকে ফিরে রিয়াল শিবিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। ম্যাচের ৪৮ মিনিটে সার্জিও গার্সিয়ার শট কর্নারের বিনিময়ে ঠেকান নাভাস। পরের মিনিটে কর্নার থেকে উড়ে আসা অস্কার দুয়ার্তের শট ক্রসবারে লেগে ফিরলে বেঁচে যায় রিয়াল।

আক্রমণের ধার বাড়াতে ম্যাচের ৬৯ মিনিটে ইসকোর পরিবর্তে করিম বেনজেমাকে নামান কোচ। তবে ফরাসি এই তারকাও কোনো সুযোগই তৈরি করতে পারেননি। উল্টো ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে গোল খেয়ে বসে রিয়াল। ডান দিক থেকে সার্জিও গার্সিয়ার ক্রস বক্সে পেয়ে জোরালো শটে বল জালে জড়ান স্বাগতিক স্ট্রাইকার মোরেনো।

অবশ্য হারের পরও ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্টে নিয়ে যথারীতি শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪৯।

এদিকে, পরশু রাতের অপর ম্যাচে জয় পেয়েছে আরেক কাতালান ক্লাব গিরোনা। দলটির অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান পোর্তুর গোলে ন্যূনতম ব্যবধানে সেল্টা ভিগোকে হারিয়েছে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist