ক্রীড়া ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

পাঁচ সপ্তাহ মাঠের বাইরে সেমেডো

হ্যামস্ট্রিংয়ের চোটে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন বার্সেলোনার ফুল-ব্যাক নেলসন সেমেডো। শনিবার গিরোনার বিপক্ষে লা লিগার ম্যাচ চলাকালীন বাঁ পায়ে আঘাত পান তিনি।

ম্যাচের ৮৫ মিনিটের মাথায় এসে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে তার। সঙ্গে সঙ্গেই মাঠের বাইরে চলে যেতে হয় এই পর্তুগিজ ডিফেন্ডারকে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন সেমেডো। এর মধ্যে ১৪টি খেলেছেন লিগে। সেমেডোকে হারানোয় আগামী এক মাস রাইট-ব্যাকে একমাত্র অপশন সার্জি রবার্তোকে দিয়েই কাজ চালাতে হবে কাতালান কোচ এর্নেস্তো ভালভার্দেকে। ব্যস্ত সূচির মধ্যে পাঁচ সপ্তাহের জন্য বাইরে থাকায় অন্তত আটটি ম্যাচ মিস করবেন সেমেডো। এর মধ্যে আগামী রোববার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আর দিন দশেক পর ন্যু ক্যাম্পে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচটিও রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist