ক্রীড়া ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

রিয়াল ম্যাচে অনিশ্চিত নেইমার!

বার্নাব্যুর ক্ষতটা কি শুকিয়েছে প্যারিস সেন্ট জার্মেইয়ের? নিশ্চিত করেই বলে দেওয়া যায় না। ফেভারিট হিসেবে মাঠে নেমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে যায় প্যারিসিয়ান্সরা। হারের ক্ষতটা এত সহজে শুকানোর কথা নয়। তবে এটা ঠিক ফিরতি পর্বে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন প্যারিসবাসী। হয়তো মনে মনে ভেবে রেখেছেন মাদ্রিদে পরাজয়ের জ্বালা প্যারিসে মেটাবেন নেইমার। কিন্তু রোনালদোদের বিপক্ষে সেই নেইমারকেই খুব সম্ভবত পাচ্ছে না তারা! রোববার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে পিএসজি ৩-০ গোলে জিতলেও গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার।

তাই এমন উৎসবের রাতেও মন খারাপ গোটা প্যারিসের। চোটের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার। চোটের ধরন দেখে ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে ম্যাচে তাকে নাও পাওয়া যেতে পারে। যদিও এখনো হাতে সময় আছে নয় দিন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ মার্চ।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভাই জানিয়েছেন শঙ্কাটা, ‘আমরা এখনো জানি না নেইমারের চোটটা কেমন। আমি নিশ্চিত নই ৬ মার্চ সে খেলতে পারবে কিনা।’

কোচ উনাই এমেরি অবশ্য এখনো আশা ছাড়ছেন না, ‘ড্রেসিং রুমে গিয়ে ওকে দেখেছি। মনে হলো ওর পা মচকে গেছে। তবে চোটের জায়গাটা পরীক্ষা করে দেখতে হবে। রিপোর্ট পাওয়ার আগ পর্যস্ত আমি আশাবাদী থাকতে চাই।’

নেইমারের চোটের রাতে পিএসজির হয়ে গোল করেছেন এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপ্পে। ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। দ্বিতীয় গোলটি আত্মঘাতী। ২৭ মিনিটে কাভানির উদ্দেশ্যে নেইমারের ক্রস ঠেকাতে গিয়ে বল জালে পাঠিয়ে দেন পর্তুগিজ ডিফেন্ডার রোলানদো। দ্বিতীয়ার্ধে আবারও নেইমারের দারুণ একটা ক্রস ধরে নিজের শরীর এক ঝটকায় ঘুরিয়ে জালে বল ঠেলেন কাভানি।

৭৬ মিনিটে চোট পান নেইমার। শেষ পর্যন্ত স্ট্রেচারে করেই মাঠ ছাড়তে হয় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে। অবশ্য নেইমারের বদলি হিসেবে আর কাউকে নামাননি এমেরি। আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি ম্যাচের একটা মহড়াই কি দিয়ে রাখলেন পিএসজি বস?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist