ক্রীড়া ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

কোহলির কাছে শিখছেন স্মিথ

এক দিনের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যানের তকমাও তাকে কেউ কেউ ইতোমধ্যে দিয়েছেন। ক্রিকেটের তিন ফরমেটে বিরাট কোহলি এই মুহূর্তে সেরা বলেও অনেকের মত। র‌্যাঙ্কিংয়ের দিকে তাকালেই ব্যাপারটি পরিষ্কার হয়ে যায়। একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণের প্রথম তিনে আছে কোহলি। ভারত অধিনায়কের এমন সাফল্য সবার জন্যই অনুকরণীয়। স্মিথও স্বীকার করেছেন, কোহলির কাছ থেকে শেখার চেষ্টা করছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ জানিয়েছেন, বিশ্বসেরা সব ব্যাটসম্যানের কাছ থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করছেন, ‘বিশ্বের সেরা সব খেলোয়াড়কেই অনুসরণ করি আমি। মাঝে মাঝে তাদের মতো ব্যাট করার চেষ্টাও করি।’ এ কারণেই মাঠে যতই দুজনের মধ্যে যুদ্ধংদেহী ভাব থাকুক, কোহলির স্কিল থেকে শিক্ষা নিয়েছেন স্মিথ, ‘বিরাট কীভাবে স্পিন খেলে, ওর কবজি কীভাবে ব্যবহার করে এবং যেভাবে অফ সাইডে খেলেÑএসব শিখেছি। আমি সব সময়

শেখার চেষ্টা করি।’

শুধু কোহলিই নন, বিশ্বসেরাদের তালিকায় থাকা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকেও অনুকরণ করেন স্মিথ, ‘এবিকেও একটু অনুকরণ করেছি আমি। যেভাবে আমি একটু পিছিয়ে আসি এবং শট খেলার জন্য প্রস্তুত করি সেটা। বল যখন রিভার্স সুইং করে তখন বেশি কাজে লাগাই এটা। কয়েক বছর আগে উইলিয়ামসনের মতো বল একটু পরে খেলার চেষ্টাও করেছি। এরা বিশ্বের সেরা ব্যাটসম্যান শুধু শুধু হননি। এদের কাছ থেকে যতটুকু পাওয়া যায়, শেখার চেষ্টা করতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist