ক্রীড়া প্রতিবেদক

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

ফেরার অপেক্ষায় সাকিব

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলের চোট কয়েক সপ্তাহর জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছিল সাকিব আল হাসানকে। তার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। হেরেছে টেস্ট সিরিজে, টি-টোয়েন্টিও হয়েছে হোয়াইটওয়াশ। শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজে তাকে খুব করেই দরকার টাইগারদের। বাংলাদেশের জন্যও স্বস্তির খবর নিয়ে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন তিনি। কাল বিসিবি একাডেমি মাঠে আধা ঘণ্টার মতো রানিং করেছেন। প্রায় দেড় ঘণ্টা জিম করেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে। ফিটনেস অনুশীলনের পর সাকিব জানালেন, আঙুলের অনেক উন্নতি হয়েছে।

২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েছিলেন সাকিব। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের আশা ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পারবেন। সেটি হয়নি। সাকিবের অনুপস্থিতি ভীষণ অনুভব করছে বাংলাদেশ। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছে ঠাইগাররা। আগামী মাসে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে তার মাঠে নামা প্রায় নিশ্চিত।

কাল ফিটনেস ট্রেনিংয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কথা না বললেও ফেরার পথে শুধু এতটুকুই বললেন, ‘এখন অনেক ভালো অবস্থায় আছি। তবে এটা নিয়ে চিকিৎসকরাই ভালো বলতে পারবেন।’

ফিটনেস ট্রেনিং শুরু করলেও ব্যাটিং-বোলিং এখনো শুরু করতে পারেননি সাকিব। আঙুলের মাঝ অংশ কিছুটা ফোলা। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, পূর্ণ অনুশীলনে আরও তিন-চার দিন লেগে যেতে পারে সাকিবের, ‘বোলিং সে দ্রুতই শুরু করতে পারবে। ব্যাটিং কবে শুরু করতে পারে, সেটিই হচ্ছে কথা। দ্রুত সেরে উঠছে, ৫০-৬০ ভাগ আঙুলের ভাঁজ খুলতে পারছে। ব্যাটিং শুরু করতে হয়তো তিন-চার দিন লেগে যেতে পারে। সব ঠিক থাকলে শ্রীলঙ্কা নিদাহাস ট্রফিতে তাকে আশা করা যেতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist