ক্রীড়া ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

ক্রিকইনফো অ্যাওয়ার্ড

উপেক্ষিত বাংলাদেশিরা

সারা বছর ধরে পারফর্ম করা খেলোয়াড়দের একটা পর্যায়ে এসে পুরস্কৃত করে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ক্রিকেটের তিন ফরমেটের ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি দিয়ে থাকে ওয়েবসাইটটি। তবে সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও গণমাধ্যমটির অভিজ্ঞ সাংবাদিকদের নিয়ে গঠিত জুরি বোর্ডের ভোটে নির্বাচিত হয় সেরা খেলোয়াড়। সেই তালিকায় এবার জায়গা হয়নি কোনো বাংলাদেশির।

গত বছর পুনেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া অপ্রত্যাশিত জয়ের মূল অবদান ছিল স্টিভেন স্মিথের ১০৯ রানের ইনিংস। এই ইনিংসই ছিল বছর সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স। টেস্টে সেরা বোলিংয়ের পুরস্কার জিতেছেন নাথান লায়ন। বেঙ্গালুরুতে ৫০ রানে ৮ উইকেট নিয়েছিলেন এ স্পিনার। ওয়ানডেতে সেরা ব্যাটিংয়ের তাক লাগিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ী ফখর জামান। জামানের অপরাজিত ১১৪ রানের ইনিংস এই পুরস্কার জেতাতে সহায়তা করেছে। একইভাবে ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কারটিও গেছে পাকিস্তানে। মোহাম্মদ আমির জিতেছেন সেরা বোলিংয়ের অ্যাওয়ার্ড। এই পুরস্কার অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেটাররা টিভির দর্শক।

ক্রিকইনফোর সেরারা

১. সেরা টেস্ট ব্যাটিং : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

২. সেরা টেস্ট বোলিং : নাথান লায়ন (অস্ট্রেলিয়া)

৩. ওয়ানডেতে সেরা ব্যাটিং : ফখর জামান (পাকিস্তান),

৪. ওয়ানডেতে সেরা বোলিং : মোহাম্মদ আমির (পাকিস্তান),

৫. টি-টোয়েন্টিতে সেরা ব্যাটিং : এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)

৬. টি-টোয়েন্টিতে সেরা বোলিং : যুভেন্দ্র চাহাল (ভারত)

৭. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার : কুলদীপ যাদব (ভারত)

৮. সেরা নারী অধিনায়ক : হিদার নাইট (ইংল্যান্ড)

৯ . সহযোগী বর্ষসেরা বোলিং : রশিদ খান (আফগানিস্তান)

১০ সহযোগী বর্ষসেরা ব্যাটিং : কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist