ক্রীড়া প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০১৮

চ্যাম্পিয়ন সিদ্দিকুর

একচ্ছত্র আধিপত্যে ঢাকা ওপেনের চ্যাম্পিয়ন হলেন সিদ্দিকুর রহমান। ছন্দের ধারাবাহিকতায় শিরোপা জিতেছেন দেশ সেরা গলফার। কাল কুর্মিটোলা গলফ কোর্সে টুর্নামেন্টের চতুর্থ ও শেষ দিনে চারটি বার্ডি ও দুটি বোগি করেন ‘বেঙ্গলি টাইগার উডস’। সব রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম খেলে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর।

পারের চেয়ে চার শট কম খেলে রানারআপ হয়েছেন সুইডিশ গলফার ম্যালকম কোকোচিনস্কি। তৃতীয় হওয়া ভারতের শঙ্কর দাস খেলেছেন পারের চেয়ে ৯ শট। চতুর্থ হয়েছেন বাংলাদেশের আরেক গলফার আকবর হোসেন। পারের চেয়ে ৭ শট কম খেলেছেন তিনি। ঢাকা ওপেনের শুরুর রাউন্ডে অবশ্য অতটা ভালো করতে পারেননি তিনি। পারের চেয়ে চার শট কম খেলে দুইয়ে থেকে শেষ করেছিলেন প্রথম রাউন্ড। সিদ্দিকের ঘুরে দাঁড়ানোর শুরুটা দ্বিতীয় রাউন্ড থেকে। ছন্দটা চতুর্থ দিন পর্যন্ত বয়ে নিয়ে যান দুবারের এশিয়ান ট্যুর জয়ী। ফেরার রাউন্ডে সাতটি বার্ডি ও একটি বোগি যোগ করে শীর্ষে ওঠেন সিদ্দিকুর। তৃতীয় রাউন্ডে ৩টি বার্ডি ও ১টি বোগি করেন তিনি। শিরোপা জেতা বাংলাদেশি এই গলফার প্রাইজমানি হিসেবে পেয়েছেন সাড়ে ১০ হাজার ডলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist