ক্রীড়া ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০১৮

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ওজনিয়াকি

টেনিস ক্যারিয়ারে বেশ কয়েকবারই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। অনেকবারই হয়েছিলেন শীর্ষ বাছাই। কিন্তু ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকির আক্ষেপ ছিল গ্র্যান্ড সøাম জিততে না পারার। ২০০৯ ও ২০১৪ যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে উঠেছিলেন বটে; কিন্তু শেষ হাসি হাসা সম্ভব হয়নি। দুবারই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এই গ্ল্যামার গার্লকে।

তবে অস্ট্রেলিয়ান ওপেন জিতে অবশেষে আক্ষেপ ঘোচালেন ওজনিয়াকি। নারী এককের ফাইনালে শীর্ষ বাছাই সিমোনা হালেপকে হারিয়ে শিরোপা জিতলেন তিনি। এরই সঙ্গে নতুন বছরের প্রথম গ্র্যান্ড সøাম পেয়ে গেল নতুন রানি। কাল মেলবোর্নের রড লেভার এরিনায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা হালেপকে ৭-৬, ৩-৬ এবং ৬-৪ গেমে পরাস্ত করেন ২৭ বছর বয়সী ওজনিয়াকি।

২ ঘণ্টা ৫০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ের প্রথম সেটটা জিততে খুব কষ্ট করতে হয়েছে ওজনিয়াকির। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত ৭-৬ ব্যবধানে জিতে নেন ওজনিয়াকি। পরের সেটে অবশ্য আধিপত্য দেখিয়ে সমতা আনেন হালেপ। রোমানিয়ান তারকা দ্বিতীয় সেট জেতেন ৬-৩ ব্যবধানে। শেষ সেটটি যে কারণে দারুণ জমে উঠেছিল। কিন্তু ওজনিয়াকি এই সেটে হালেপকে আর আধিপত্য বিস্তার করতে দেননি। ৬-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হন তিনিই। শুধু অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতাই নয়, একই সঙ্গে ক্যারোলিন ওজনিয়াকি এটিপি নারী টেনিসের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করে নিলেন। দীর্ঘ ৬ বছর পর র‌্যাঙ্কিংয়ের মুকুট ফেরত পেলেন ড্যানিশ তারকা। নারীদের টেনিস ইতিহাসে সময়ের এই ব্যবধানটাও সবচেয়ে লম্বা।

এদিকে, ফাইনাল হারের পর হালেপ বলেন, ‘অবশ্যই আমার মন খারাপ। তবে ক্যারোলিন আমার চেয়ে ভালো খেলেছে। আমি লড়াই করে যাব। আমার অনেক বছর পাড়ি দেওয়ার বাকি। আশা করি, আজকের মতো আমরা আরেকটি চ্যালেঞ্জে মুখোমুখি হব।’ শিরোপাজয়ী ওজনিয়াকির ভাষ্যÑ‘আমি সিমোনাকে অভিনন্দন জানাতে চাই। জানি, দিনটা তার জন্য কঠিন। আমি দুঃখিত, আমাকে জিততেই হতো। তবে আমি নিশ্চিত, ভবিষ্যতে আমরা অনেক ম্যাচ খেলব। এটা অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল, অবিশ্বাস্য এক লড়াই। কোনো গ্র্যান্ড সøাম না জিতেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা নিয়ে আজ (কাল) থেকে আর কেউ প্রশ্ন তুলবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist