ক্রীড়া ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০১৮

নতুন দল নতুন চ্যালেঞ্জ

এক মৌসুম আগেও দুজনই তাদের দলের প্রাণভোমরা ছিলেন। কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসান, সানরাইজার্স হায়দরাবাদে মুস্তাফিজুর রহমান। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল বারের আসরে বাংলাদেশের দুই সেনসেশনই ছিলেন উপেক্ষিত। পরে শঙ্কাটাই রূপ নিল বাস্তবতায়। দুজনকেই ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্জাইজি দল দুটি। কাল আইপিএলের নিলামে নতুন ঠিকানাও খুঁজে পেয়েছেন সাকিব-মুস্তাফিজ। বিশ্বসেরা অলরাউন্ডারকে দুই কোটি রুপিতে কিনে নিয়েছে হায়দরাবাদ। সাকিবের চেয়ে কুড়ি লাখ বেশি রুপিতে বিক্রি হয়েছেন মুস্তাফিজ। এবার তার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলেন সাকিব। ৭ বছর কেকেআরের জার্সিতেই আইপিএল মাতিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দুবার কলকাতার চ্যাম্পিয়নশিপে রেখেছিলেন বিশেষ অবদান। সাকিব হয়ে উঠেছিলেন কলকাতার ঘরের ছেলে। কিন্তু গত মৌসুমে মুদ্রার উল্টোপিঠটাও দেখা হয়ে গেছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। গেল আসরে মাত্র এক ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন সাকিব। ব্যাট হাতে অজেয় ছিলেন ১ রানে। বল হাতে ৩ ওভারে ৩১ রান দেওয়ার পাশাপাশি উইকেটশূন্য ছিলেন তিনি।

আইপিএলের কালকের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি। প্রথম ডাকের সুযোগ পেয়ে সাকিবের প্রতি আগ্রহ দেখায় সানরাইজার্স। নিলামে বাংলাদেশি সেনসেশনকে পেতে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি অরেঞ্জ আর্মিদের। সাকিবকে কেনা লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু লড়াইটা জমে ওঠার আগেই শেষ হয়ে গেছে। ২ কোটি রুপিতে সাকিবকে দলে টানে হায়দরাবাদ।

সাকিবের নতুন দলে দুই মৌসুম খেলেছিলেন জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজ। হায়দরাবাদের সাবেক পেসার অবশ্য বিক্রি হয়েছেন সাকিবের চেয়ে বেশি দামে। ২ কোটি ২০ লাখ রুপিতে বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে সাবেক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তারও ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। মুস্তাফিজকে কেনার প্রতিযোগিতায় মুম্বাইয়ের প্রতিপক্ষ ছিল দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু শুরুতে ডাক নিয়েও শেষ পর্যন্ত ‘কাটার মাস্টার’কে দলে টানার ব্যাপারে আগ্রহটা শেষ পর্যন্ত হারিয়ে গেছে দিল্লির। বাজিমাত করে মুম্বাই।

নতুন ফ্র্যাঞ্চাইজি দলে অবশ্য আগের চেয়ে অনেক বেশি মূল্যে যোগ দিচ্ছেন মুস্তাফিজ। ২০১৬ আসরে ১ কোটি ৪০ লাখ রুপিতে বাংলাদেশি পেসারকে কিনেছিল হায়দরাবাদ। সেই তুলনায় এবার প্রায় দ্বিগুণ পারিশ্রমিক পাচ্ছেন ‘সাতক্ষীরা এক্সপ্রেস’। মোহাম্মদ আশরাফুলের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মুম্বাইয়ে যোগ দিচ্ছেন দ্য ফিজ।

মুস্তাফিজের পাশাপাশি নতুন দলের নতুন চ্যালেঞ্জটা নিতে হচ্ছে সাকিবকেও। এ যুগল তাতে সফল হবেন কি না সেটা বলে দেবে সময়। আপাতত আইপিএলের পুরনো রূপে ফিরতে খুব করে চাইছেন সাকিব-মুস্তাফিজ। চাইবেন নতুন ফ্র্যাঞ্চাইজি দলের কা-ারি হয়ে উঠতে। সাকিব যেভাবে কেকেআরের ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন ৪৩ ম্যাচে ৪৯৮ রান ও ৪৩টি উইকেট নিয়ে। নিজের প্রথম আসরে হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৬টি উইকেট শিকার করার সম্ভাব্য সেরা পুরস্কার হিসেবে আইপিএলের উদীয়মান বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন মুস্তাফিজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist