ক্রীড়া প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০১৮

আজ বাংলাদেশের জিম্বাবুয়ে দর্শন

প্রথম ম্যাচে ৮ উইকেটের জয়। পরেরটাতে ১৬৩ রানের রেকর্ড গড়া জয়। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স এমনই আকাশ ছোঁয়া। বোনাস পয়েন্টসহ জয় দুটো সবার আগে ফাইনালের মঞ্চে পৌঁছে দিয়েছে টাইগারদের। রবিন লিগ রাউন্ডের বাকি ম্যাচ দুটো স্বাগতিকদের জন্য শুধুই নিয়মরক্ষার। যার প্রথমটি আজ জিম্বাবুয়ের বিপক্ষে। লড়াইয়ের মঞ্চ চেনা দুর্গ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।

এই দলটিকে বিধ্বস্ত করেই শিরোপা যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। যে পরিকল্পনায় প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল টাইগাররা, আজ সেই পথেই হাঁটবেন মাশরাফিরা। জয়ের পুণরাবৃত্তি করতে চাইছে স্বাগতিকরা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কিনা একাদশে ফিরছেন বাঁ-হাতি স্পিনার সানজামুল হক। তাকে জায়গা দিতে গিয়ে শ্রীলঙ্কা ম্যাচে ২ ওভারে ১৪ রান দেওয়া মোহাম্মদ সাইফ উদ্দিন যাচ্ছেন দর্শকবনে।

বরাবরই স্পিনে দুর্বল জিম্বাবুয়ে। সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সঞ্জামুলকেও দলের স্পিন আক্রমণে দেখা যাবে। প্রথম ম্যাচেও ভালোই করেছেন তিনি। বল হাতে ছিলেন মৃতব্যয়ি। নতুন বলে ১০ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি।

তবে নিয়মরক্ষার ম্যাচ বলে একাদশে খুব একটা পাল্টাতে নারাজ নির্বাচকরা। জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচে পরিবর্তন বলতে এই একটিই হওয়ার কথা। পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রামের কথা ভেবেছিল দল। তবে তার ছন্দ ধরে রাখতে বিশ্রাম না দেওয়ার পক্ষেই মত বেশি। মোদ্দাকথা একাদশ নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে দলের জয়ের ধারার দিকেই অগ্রাধিকার দিতে চান টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। কাল টাইগারদের ‘ভারপ্রাপ্ত কোচ’ বলেছেন, ‘জয়টা একটা অভ্যাস। জয় থেকে দূরে সরে গেলেই সমস্যা। আমরা এই দল নিয়েও হারতে পারি, সেরা একাদশ নিয়েও হারতে পারি। হয়ত কিছু ট্যাকটিক্যাল বদল থাকবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু জয়ী কম্বিনেশন ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখনো ফাইনাল জিতিনি। ফাইনাল জেতাটাই আসল। আমরা দুটি ম্যাচ দারুণভাবে জিতেছি, ভালো একটা অবস্থানে আছি। আমরা এই জয়ের ধারাটা ধরে রাখতে চাই।’

প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারা জিম্বাবুয়ে পরের ম্যাচে দুর্দান্তভাবেই ঘুড়ে দাঁড়িয়েছে। ১২ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। কিন্তু লঙ্কানদের বিপক্ষে পরেরবারের সাক্ষাতে নিঃশর্ত আত্মসমর্পন করেছে জিম্বাবুইয়ানরা। ওই হারই তাদের ফাইনালে ওঠাটা কঠিন করে দিয়েছে। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতার হলো সফরকারী দলটির জন্য ‘ডু অর ডাই’ হয়ে দাঁড়িয়েছে। তবে জিম্বাবুয়েকে ন্যূনতম ছাড় দিতে নারাজ টাইগাররা। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাদের আরো একটি হার উপহার দিতে মরিয়া স্বাগতিক শিবির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist