ক্রীড়া ডেস্ক

  ২২ জানুয়ারি, ২০১৮

অ্যাগুয়েরো-জাদুতে ফিরল সিটি

এক সপ্তাহ আগে লিভারপুল থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে। উড়তে থাকা পেপ গার্দিওলার দলকে সেদিন ভূপাতিত করেছিল ইয়ুর্গেন ক্লপের অল রেডসরা। ফলে ৩১ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয় সিটিজেনদের। তবে অ্যানফিল্ড দুঃস্মৃতি ভুলে পরের ম্যাচেই ছন্দে ফিরেছে স্কাই ব্লুজরা। শনিবার সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিক নৈপুণ্যে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে গার্দিওলার দল। এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লো ম্যানসিটি। সিটির রাতে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ল্যাঙ্কাশায়ার ডার্বিতে অ্যান্থনি মার্শিয়ালের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে হোসে মরিনহোর দল। অপর ম্যাচে সহজ জয় পেয়েছে আর্সেনাল এবং লেস্টার সিটি।

চেনা দুর্গ ইতিহাদে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সিটি। প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৩৪ মিনিটে। কেভিন ডি ব্রুইনার পাস থেকে দুর্দান্ত এক হেডে নিউক্যাসল ইউনাইটেডের জালে বল পাঠান আগুয়েরো। দ্বিতীয়ার্ধেও বলের দখলে এগিয়ে ছিল সিটিজেনরা। আগুয়েরোর দ্বিতীয় গোলে ব্যবধান দিগুণ হয় স্বাগতিকদের। ৬৩ মিনিটে ডি বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটিজেনরা। সফল স্পট ফিনিশিং টানেন আগুয়েরো। তবে চার মিনিট বাদে পাল্টা আক্রমণে ব্যবধান কমায় অতিথিরা। সিটি গোলরক্ষক এডেরসনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার জ্যাকব মার্ফি। ৮৩ মিনিটে হ্যাটট্রিকের দেখা পেয়ে যান আগুয়েরো। লেরয় সানের বাড়ানো বলে জাল কাঁপান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। বাকি সময়ে আর গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

বার্নলির মাঠ টার্ফ মুরে ইউনাইটেড জিতেছে ন্যূনতম ব্যবধানে। ৫৪ মিনিটে বেলজিলান তারকা রোমেলু লুকাকুর অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন ফেঞ্চ ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল। এদিকে উত্তর লন্ডন ডার্বিতে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে গোল চারটি করেন নাচো মনরিয়াল, অ্যালেক্স আইয়োবি, লরেন্ট কোসিলনি ও আলেকজান্দ্রে লাকাজেত। ৭৮ মিনিটে প্যালেসের হয়ে সান্তনাসূচক গোল করেন লুকা মিলিভোজেভিক।

২৪ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। মরিনহোর দলের চেয়ে ১১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist