ক্রীড়া প্রতিবেদক

  ২১ জানুয়ারি, ২০১৮

ঢাকা লিগ

নতুন ঠিকানায় মাশরাফি সাকিবরা

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর। ৫ ফেব্রুয়ারি শুরু হবে রোমাঞ্চের আসর। সে লক্ষ্যে কাল ঢাকা লিগের স্নায়ুক্ষয়ী প্লেয়ার্স ড্রাফটও হয়ে গেল। তবে তার আগেই ১২টি দল পাঁচজন করে খেলোয়াড় ধরে রেখেছিল। রাজধানীর একটি অভিজাত হোটেলে বাকি খেলোয়াড়দের ঠিকানা নির্ধারণ হয়েছে। যেখানে নতুন দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানের মতো আইকন ক্রিকেটাররা। তবে অনেকেই দল পাননি। আলোচনা সাপেক্ষে ওই সব খেলোয়াড়ের দল পাওয়ার সুযোগ রাখছে টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

অন্য দলগুলোর তুলনায় এবারের লিগটা গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য একটু বেশিই কঠিন। শিরোপা ধরে রাখার মিশনে নামবে তারা। শ্রেষ্ঠত্ব অক্ষুণœ রাখতে এবারও শক্তিশালী দল গঠন করেছে গাজী গ্রুপ। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো তারকঠাসা দল গঠন না করলেও নবাগত দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব দলে টেনেছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা মাশরাফি বিন মর্তুজাকে। প্লেয়ার্স ড্রাফটের লটারি ভাগ্যে প্রথম ডাকের সুযোগ পেয়েই বাজিমাত করে দলটি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের নেতৃত্বেই ঢাকা লিগে অভিষেক হবে শাইনপুকুরের। ড্রাফটের প্রথম রাউন্ডে তৃতীয় ডাকের সুযোগ পেয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ বেছে নিয়েছে মুশফিকুর রহিমকে। পঞ্চম ডাকের সুযোগ পেয়ে সাকিব আল হাসানকে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

প্রথম রাউন্ডে দশম ডাকের সুযোগ পেয়ে মাহমুদউল্লাহকে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথম রাউন্ডে কোনো দলই নেয়নি তামিম ইকবালকে। দ্বিতীয় রাউন্ডে তাকে নিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। প্রথম রাউন্ডে দ্বিতীয় ডাকের সুযোগে কলাবাগান নিয়েছে তাইবুর পারভেজকে। চতুর্থ ডাকের সুযোগ পেয়ে প্রিমিয়ারে নবাগত অগ্রণী ব্যাংক নিয়েছে পেসার আল আমিন হেসেনকে। নাসির হোসেনকে নিয়েছে আবাহনী লিমিটেড।

ব্রাদার্স ইউনিয়ন নিয়েছে ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে। বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স লটারিতে ছিল ৯ নম্বরে। তারা দলে নিয়েছে ইমরুল কায়েসকে। প্রাইম দোলেশ্বর প্রথম রাউন্ডে নিয়েছে লিটন দাসকে, দ্বিতীয় রাউন্ডে মুস্তাফিজুর রহমানকে।

প্রথম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিয়েছে বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে, খেলাঘর সমাজকল্যাণ সমিতির প্রথম পছন্দ এনামুল হক। বাংলাদেশের ওয়ানডে দল থেকে বাদ পড়া তাসকিন আহমেদকে নিয়েছে আবাহনী। দলটি নিয়েছে মেহেদী হাসান মিরাজকেও। পেসার রুবেল হোসেন খেলবেন প্রাইম ব্যাংকে, শেখ জামালে আবু জায়েদ চৌধুরী। তবে প্লেয়ার্স ড্রাফটে পাওয়া দলই চূড়ান্ত নয়। দুই ক্লাব চাইলে নিজেদের মধ্যে সমঝোতা করে বদল করতে পারে কোনো ক্রিকেটারকে। মাশরাফি ও এনামুলের প্রতি আবাহনীর তুমুল আগ্রহের কথা যেমন শোনা যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist