ক্রীড়া ডেস্ক

  ১৯ জানুয়ারি, ২০১৮

বর্ষসেরা একাদশে ভারতের দাপট

২০১৭ সালের পারফরম্যান্সের নিরিখে বর্ষসেরা ওয়ানডে আর টেস্ট একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এই দলে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। দল নির্বাচনে ২১ সেপ্টেম্বর ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৭ সাল পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় এনেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। নির্বাচিত টেস্ট এবং ওয়ানডেÑদুই দলেরই নেতৃত্বে রয়েছেন ভারতের সর্বাধিনায়ক বিরাট কোহলি।

টেস্ট একাদশে সবচেয়ে বেশি তিনজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে। একাদশের বাকি দুজন ইংল্যান্ডের। ওয়ানডে-টেস্ট দুই দলেই আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার, ভারতের রান মেশিন বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং ইংলিশ অলরাউন্ডার বেন স্টোক্স।

বর্ষসেরা টেস্ট দল : ডেন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পূজারা (ভারত), বেন স্টোক্স (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) এবং জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

বর্ষসেরা ওয়ানডে দল : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), বেন স্টোক্স (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), হাসান আলি (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান) এবং জাসপ্রিত বুমরাহ (ভারত)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist