ক্রীড়া প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০১৮

রাজ্জাকের ৫০০

দুদিন আগে ব্যাট হাতে অনন্য এক কীর্তি গড়েছিলেন তুষার ইমরান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সেই রেশটা কাটেনি, এর মধ্যে বল হাতে অনন্য উচ্চতায় উঠে গেলেন আবদুর রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটের প্রথম বোলার হিসেবে পাঁচশ উইকেট শিকারের অনবদ্য কীর্তি গড়লেন বাঁহাতি এই স্পিনার। দুটো কীর্তিরই সাক্ষী হলো বিসিএলের দ্বিতীয় রাউন্ড। বিকেএসপিতে এই রাউন্ড শুরুর আগে ৪৯৯ উইকেট ছিল রাজ্জাকের। কাল মধ্যাঞ্চলের সাদমানকে সেঞ্চুরিবঞ্চিত করে ৫০০ উইকেটের কোটা পূর্ণ করেন রাজ্জাক। এমন দারুণ একটা কীর্তি গড়ার পরও খুব একটা স্বস্তিতে নেই বাঁহাতি স্পিনার। কাল দিনভর যে দক্ষিণাঞ্চলকে ভুগিয়েছে মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা! দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসের ৪৪৮ রানের উপযুক্ত জবাব দিচ্ছে মধ্যাঞ্চল। তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৩১৩ রান করেছে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist