ক্রীড়া প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০১৮

রুবেলের ৩০০ ছোঁয়ার স্বপ্ন

রুবেল হোসেন। ক্যারিয়ারের শুরুর দিতে ফর্ম আর আত্মবিশ্বাসে ছিলেন বৃহস্পতির তুঙ্গে। সময় যতই এগিয়েছে ততই দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছিলেন ডান-হাতি এই পেসার। কিন্তু ইনজুরি, ফমীহীনতা ও মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে প্রায় হারিয়ে যাচ্ছিলেন। সেই রুবেল ফিরলেন ফেরার মতোই। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে নিজের প্রত্যাবর্তনের ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি শিকার করেছেন দুটি উইকেট। জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান পিটার মুর ও টেন্ডাই চাতারাকে সাজঘরে পাঠিয়েছেন ছুঁয়েছেন ১০০ উইকেটের মাইলফলক। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার এই মাইলস্টোন স্পর্শ করা রুবেল দ্বিতীয় বাংলাদেশি পেসার। প্রথমজন টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি। কিন্তু এখানেই থামতে নারাজ ডানহাতি এই পেসার। রুবেল স্বপ্ন দেখছেন আকাশ ছোঁয়ার। ক্যারিয়ার শেষে মালিক হতে চান ৩০০ উইকেটের। কাল অনুশীলন শেষে গণমাধ্যমকে বজ্রগতির এই পেসার বলেছেন, ১০০ উইকেট পেয়েছি ৮-৯ বছরে। এক বছর ছিলাম ইনজুরিতে। অনেক বছর লেগে গেল। ক্যারিয়ার শেষে কত উইকেট থাকবে, তা নির্ভর করে কতগুলো ম্যাচ খেলার সুযোগ পাব। আমাদের দেশে তো পেসারদের বড় সুযোগ নাই। তারপরও চাই ২৫০-৩০০ উইকেট পেতে।

অবশ্য বাস্তবতা বলছে ভিন্ন কথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist