ক্রীড়া ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০১৮

শেষ আটে ভারত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। অস্ট্রেলিয়াকে শত রানে হারিয়ে দেওয়ার পর কাল মাউন্ট মউনগানুইয়ের বে ওভালে পাপুয়া নিউগিনিকে (পিএনজি) ১০ উইকেটে হারিয়েছে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। এই ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলল তারা। কাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক পৃথিবী শ। তার এই সিদ্ধান্তে যে কোনো ভুল ছিল না, তা বল হাতে প্রথম থেকেই বোঝাতে শুরু করেন ভারতীয় যুব দলের বোলাররা। শুধু নাগরকোটি বা মাভিই নন, এদিন পিএনজির ত্রাস হয়ে ওঠেন তরুণ বাঁহাতি স্পিনার অনুকূল সুধাকর রায়। অনুকূল একাই নেন ৫টি উইকেট। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২১.৫ ওভারে ৬৪ রানে শেষ হয়ে যায় পিএনজির ইনিংস। অনুকূলের ৫ উইকেটের পাশাপাশি ২টি উইকেট নেন শিভম মাভি, একটি করে শিকার আর্শদীপ সিংহ এবং কমলেশ নাগরকোটি। জবাবে ব্যাট হাতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৮ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ভারতের বেশির ভাগ রানই আসে অধিনায়ক পৃথ্বীর ব্যাট থেকে। ৩৯ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। পৃথ্বীকে যোগ্য সঙ্গ দেন মনতেজ কালরা। অপরাজিত ৯ রান করেন তিনি। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তরুণ স্পিনার অনুকূল সুধাকর রায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist