ক্রীড়া প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৮

মুস্তাফিজের উন্নতিতে খুশি রিচার্ড হ্যালসল

আড়াই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মুদ্রার দুটো পিঠই দেখে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির পাশ কাটিয়ে স্বরূপে ফিরতে প্রাণপনে লড়ছেন বাঁ-হাতি পেসার। পরশু ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তার প্রত্যাবর্তনটাও দারুণ হয়েছে। বল হাতে মিতব্যয়ি হওয়ার পাশাপাশি দুটি উইকেটও শিকার করেছেন ‘বিস্ময় বালক’ (১০-১-২৯-২)।

সতীর্থের ফেরার লড়াইয়ে মুগ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেতেছিলেন মুস্তাফিজ-বন্দনায়। কাল অনুশীলনের আগে সহকারী কোচ রিচার্ড হ্যালসলও ছাত্রের জন্য প্রশংসার ঝাঁপি খুলে দিয়েছেন। মুস্তাফিজের উন্নতিতে খুশি ইংলিশ বংশোদ্ভুত জিম্বাবুইয়ান কোচ। বলেছেন, ‘বেসবল খেলার দিকে যদি তাকান, তাদের অনেক পিচার এরকম ইনজুরিতে ভোগে। ওরা সাধারণত ৯০ মাইল গতিতে বল ছোড়ে। এ ধরনের চোট পেলে সেটি কাটিয়ে আবার ৯০ মাইল গতিতে ফিরতে ওদের ২ বছরও লেগে যায়। মুস্তাফিজের দেড় বছরের মত হয়েছে চোটের পর। ওর গতি আস্তে আস্তে বেড়ে ৮৫ মাইল পর্যন্ত চলে এসেছে। ওর কাটার সবসময়ই দারুণ ছিল। গতি প্রতি সপ্তাহেই বাড়ছে এখন। কাটারগুলো তাতে আরও বেশি কার্যকর হচ্ছে।’

হ্যালসল জানালেন অনুশীলনে নিজেকে উজার করে দিয়ে ফল পাচ্ছেন মুস্তাফিজ, ‘ওর আত্মবিশ্বাস ফিরে আসছে। সবচেয়ে দারুণ হলো এটা দেখতে পারা যে কতটা কঠোর পরিশ্রম করছে সে। নিজের স্কিল নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। নিজের স্কিলের প্রতি ওর যা আবেগ ও ভালোবাসা, সবাই সেটি দেখছে।’ হ্যালসল আরো বলেছেন, ‘আমরা তামিম ও মুশফিককে দেখতাম নেটে কতটা খাটে। কিন্তু একজন বোলার প্রতিটি ট্রেনিং সেশনে এভাবে পরিশ্রম করছে, সেটি দেখতে পারাটাও দারুণ।’

আগামী পরশু ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সফরকারী শ্রীলঙ্কা। ওই ম্যাচে মুস্তাফিজ আরো বিধ্বংসীরূপে ফিরতে পারেন বলে বিশ্বাস করেন টাইগারদের সহকারী কোচ। নিজেকে স্বরূপে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন এই পেসারও। প্রথম ম্যাচে সেটার একটা আভাসও দিয়েছেন সাতক্ষীরার ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist