ক্রীড়া প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০১৮

চ্যালেঞ্জ দেখছেন সাকিব

নিখুঁত ব্যাটিং। নিয়ন্ত্রিত বোলিং। সঙ্গে পরিপাটি ফিল্ডিং। এই তিনের সমন্বয়টা দারুণই হলো ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে। তিন বিভাগের দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ৮ উইকেটের বিশাল জয় দিয়ে নতুন বছর শুরু করেছে বাংলাদেশ। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতিনিধি সাকিব আল হাসান জানালেন এমন রাজসিক জয়ই ছিল তাদের প্রত্যাশায়।

কাল টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টাইগারদের আঁটসাঁট বোলিংয়ে শুরুতেই ধুঁকতে থাকা জিম্বাবুয়ে অলআউট ১৭০ রানে। জবাব দিতে নেমে ৮ উইকেট ও ১২৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর ফেলেছে টাইগাররা। এমন রাজসিক জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করতে পেরে স্বাভাবিকভাবেই তৃপ্ত স্বাগতিক শিবির। জিম্বাবুয়েকে স্বল্প রানে বেঁধে ফেলে সহজ জয় তুলে নেওয়ার কারণে টাইগার প্রতিনিধি সাকিব পিঠ চাপড়ে দিলেন সতীর্থ বোলারদের, ‘আমাদের এমন পারফরম্যান্সই ছিল প্রত্যাশিত। এটা ঠিক, ধারণা করেছিলাম ওরা আরেকটু ভালো ব্যাট করবে। তারা সেটা করতে পারেনি। আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে, যেভাবে বোলিং করেছে সবাই।’

৮১ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়েকে প্রায় লড়াইয়ে ফেরাচ্ছিল ষষ্ঠ উইকেট জুটি। ব্রেক থ্রু তো বটেই উইকেটে জমে ওঠা দুই ব্যাটসম্যান সিকান্দার রাজা ও পিটার মুরকে ফিরিয়ে জিম্বাবুয়ের লোয়ার অর্ডারে ধস নামাতে নেতৃত্ব দেন দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করা রুবেল হোসেন। ডানহাতি পেসারকে তাই আলাদাভাবে প্রত্যয়নপত্র দিলেন সাকিব। বলেছেন, ‘রুবেলও অনেক ভালো করেছে। ওর কাজটা কঠিন। কারণ ব্যাটসম্যানরা যখন সেট থাকে, তখন ও বল করতে আসে। কিন্তু সব সময় সে পারফর্ম করে।’

ম্যাচটা ফেরার উপলক্ষ মুস্তাফিজুর রহমানের জন্যও। চোট কাটিয়ে ফেরার ম্যাচে ১০ ওভারে ২৯ রানের বিনিময়ে বাঁ-হাতি পেসার তুলে নিয়েছেন ২ উইকেট। মুস্তাফিজের এই পারফরম্যান্স ও প্রচেষ্টায় মুগ্ধ সাকিব। বলেছেন, ‘আমার মনে হয় মুস্তাফিজ অনেক ভালো বোলিং করেছে। দেখেন আমার মনে হয় না যে, ও কখনো খুব খারাপ বোলিং করেছে। কিছু ম্যাচ হয়তো উইকেট পায়নি। এখন হয়তো আরো ভালো অবস্থায় এসেছে। ও অনেক কষ্ট করছে এখন। বেশ কিছু জিনিস নিয়েও কাজ করছে বলে আমার মনে হয়। আর আজকে (সোমবার) ওর বোলিং দেখে আমি পুরোপুরি সন্তুষ্ট।’

অবশ্য লক্ষ্যটা নাগালে রাখতে মূল ভূমিকাটা রেখেছেন সাকিব নিজেই। প্রথম তিন বলেই তুলে নিয়েছেন জিম্বাবুয়ের দুই উইকেট। শেষের দিকে অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে করেছেন শিকার। বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও খেলেছেন ৩৭ রানের ইনিংস। অলরাউন্ডিং পারফরম্যান্সের কারণে প্রত্যাশিতভাবে ম্যাচ সেরাও হয়েছেন সাকিব। তবে বড় জয়ের নায়ক আছেন আরো একজন। ৮৪ রানের হার না মানা ইনিংস খেলা ওপেনার তামিম ইকবাল জয়ের কাজটা সহজ করে দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা সিরিজটা দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। অবশেষে জয়ে ফিরেছে টাইগাররা। এই জয়টা কতটা জরুরি ছিল সেটা ম্যাচ শেষে বললেন সাকিব, ‘নতুন বছরের শুরুটা ভালো হলো। সেদিক থেকে জয়টা গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা তিন জাতির একটা টুর্নামেন্ট খেলছি, সে ক্ষেত্রে মোমেন্টামটাও গুরুত্বপূর্ণ। পরের ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে। আমরা মনে করি, ওখানে আরো কঠিন চ্যালেঞ্জ থাকবে। তবে আজকের দিনটা আমাদের আত্মবিশ্বাস দেবে। এটা সামনে কাজে লাগবে এবং মানসিকভাবে আমাদের অনেক সাহায্য করবে।’

শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে বাংলাদেশ। অলিখিতভাবে টাইগারদের দ্বিতীয় ম্যাচটা দলের সাবেক কোচ হাথুরুসিংহের সঙ্গেও!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist