ক্রীড়া ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০১৮

ইব্রার পিএসজি ছাড়ার কারণ!

চার বছর ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন জøাতান ইব্রাহিমোভিচ। সেই ফ্রান্সের নাগরিকদের প্রতি এত দিন বাদে ক্ষোভ ঝাড়লেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা সাবেক সুইডিশ স্ট্রাইকার।

ইব্রাহিমোভিচের সঙ্গে অবশ্য বিতর্ক শব্দটার সখ্য অনেক পুরনো। এবার ফ্রান্সের মানুষদের উদ্ধত বলে নতুন করে বিতর্কের জন্ম দিলেন এই ফুটবলার। সম্প্রতি ফ্রেঞ্চ টিভি চ্যানেল ক্যানাল প্লাস স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে ইব্রা বলেন, ‘ফ্রান্সের লোকদের আচরণে আমার অ্যালার্জি আছে। তারা আমাকে উদ্ধত বলেছে। আমার তো মনে হয় ফ্রান্সের মানুষজনই উদ্ধত আর বেহায়া। যেহেতু আমি আপনাদের মতোই, তাই আপনাদের উচিত আমাকে ভালোবাসা। কারণ আমি খুব ভালোভাবে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছি।’ পিএসজিতে চার মৌসুম ঈর্ষণীয় সাফল্যের পাশাপাশি বেশ কয়েকটি ট্রফি জিতলেও ফরাসিদের দ্বারা অপমানিত হওয়ায় প্যারিস ছেড়েছেন বলে জানিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা স্ট্রাইকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist