ক্রীড়া প্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০১৮

আজ আসছে জিম্বাবুয়ে

ত্রিদেশীয় সিরিজ শুরু হতে আর মাত্র চার দিন বাকি। ১৫ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সময়সূচি অনুযায়ী কাল ঢাকায় পা রাখার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু নিজেদের পরিকল্পনায় সামান্য পরিবর্তন এনেছে গ্রায়েম ক্রেমারের দল। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, বুধবারের পরিবর্তে জিম্বাবুয়ে দল আজ ঢাকায় আসছে। বৃহস্পতিবার রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। পরদিন মিরপুরের একাডেমিতে অনুশীলন করবে তারা। শনিবার বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন হিথ স্ট্রিকের শিষ্যরা।

জিম্বাবুয়ের বোলিং কোচ মাখায়া এনটিনি হঠাৎ করেই পদত্যাগ করেন। এনটিনির দাবিÑতাকে পদত্যাগে বাধ্য করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)! সিরিজের আগ মুহূর্তে তাই অনেক বড় ধাক্কা খেতে হলো জিম্বাবুয়েকে। হয়তো সে কারণেই বাংলাদেশে আসতে এক দিন বেশি সময় নিচ্ছে দলটি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য বেশ কিছু নতুন মুখ নিয়েই দল সাজিয়েছে জিম্বাবুয়ে। কুড়ি বছর বয়সী তরুণ লেগ স্পিনিং অলরাউন্ডার ব্রেডন মাভুতা প্রথমবার দলে ডাক পেয়েছেন। এ ছাড়াও রয়েছেন ১৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist