ক্রীড়া প্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০১৮

‘এখন আমার সুযোগ এসেছে’

বাঁ-হাতি স্পিনার হিসেবে জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন আবদুুর রাজ্জাক। কিন্তু তিন বছরেরও বেশি সময় ধরে দলে নেই তিনি। তবে তার শূন্যতা ঠিকই আছে। বাংলাদেশ দলের সেই শূন্যতা পুষিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন সঞ্জামুল ইসলাম। সাকিব আল হাসানের সঙ্গে দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে একাদশে খেলার সামর্থ্য আছে বলে বিশ্বাস করেন সঞ্জামুল।

অবশ্য রাজ্জাকের জায়গায় কয়েকজনই এসেছিলেন। বাঁ-হাতি স্পিনে সাকিবকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন আরাফাত সানি, তাইজুল ইসলাম, সাকলাইন সজীব। প্রথমজন হারিয়ে গেছেন ইতোমধ্যেই। অ্যাকশন শুধরে বল হাতে ফিরেছেন ঠিকই, কিন্তু চেনারূপে নন। ঘরোয়া ক্রিকেটেও ফিরেছেন, কিন্তু এখনো ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে।

দ্বিতীয় জন টেস্ট দলের নিজেদের প্রভাবটা বুঝিয়ে দিয়েছেন ভালোভাবে। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তাইজুল প্রায় নিষ্প্রভ। অথচ ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিক করা এই স্পিনারকে ঘিরে বড় স্বপ্নই দেখেছিল দল। আশা ছিল সাকলাইনকে নিয়েও। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে লাগামছাড়া বোলিংয়ে জাতীয় দলের সেই আশাটাও উবে গেছে।

পুরনো শূন্যস্থান পূরণে দল এখন নতুনের আশায়। দলের এই ঘাটতিটা পুষিয়ে দিতে চান অভিষেক ও একমাত্র ওয়াডেতে ২২ রানে ২ উইকেট নেওয়া সঞ্জামুল। গত বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার পর আর সুযোগ পাচ্ছিলেন না তিনি। আসন্ন ত্রিদেশীয় সিরিজে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন ২৭ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার। সানিদের মতো হারিয়ে যেতে চান না তিনি, জাতীয় দলে থিতু হওয়াই লক্ষ্য তার। কাল অনুশীলনে গণমাধ্যমকে সঞ্জামুল বলেছেন, ‘আমি ওখানে একটা ম্যাচ খেলার পর আর সুযোগ পাইনি কন্ডিশনের কারণে। চেষ্টা থাকবে এখানে যেন আমি ভালো কিছু করতে পারি। দলে যেন নিয়মিত ক্রিকেটার হতে পারি। এটা আমার লক্ষ্য। (আবদুুর) রাজ্জাক ভাই যাওয়ার পর থেকে সানি ভাই ভালো করছিল। চাকিংয়ের কারণে বাদ পড়েছেন। আমার এখন সুযোগ এসেছে। আমি যেন সেরা প্রচেষ্টা দিয়ে সাকিব ভাইয়ের পাশে স্পিনার হিসেবে বাংলাদেশ দলে থাকতে পারি।’

লক্ষ্য পূরণের লক্ষ্যে সঞ্জামুল পাশে পাচ্ছেন জাতীয় দলের ভারতীয় স্পিন কোচ সুনীল জোশীকে। নিজের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন নিয়মিত। সঞ্জামুল বলেছেন, ‘আগে টেকনিক্যাল প্রবলেম ছিল। এটা নিয়ে কাজ করেছি। উনি প্রতিনিয়ত গাইড করেন। কখন কোন ব্যাটসম্যানকে কীভাবে বল করতে হবে। কোন পরিস্থিতিতে কীভাবে বল করতে হবেÑএগুলো নিয়ে প্রতিনিয়ত তার সঙ্গে কাজ করা হয়। প্রতিদিন অনুশীলনে কাজ করছি।’

শুধু বোলিং নয়, লোয়ার অর্ডারের ব্যাটসম্যান হিসেবেও ভূমিকা রাখতে চান প্রথম শ্রেণির ক্রিকেটে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরির মালিক সঞ্জামুল। বলেছেন, ‘আমরা লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা দলের জন্য কিছু রান করে যেন অবদান রাখতে পারি, তার চেষ্টা করছি। তাহলে আমরা লড়াই করতে পারব। আমাদের ব্যাটসম্যানদের জন্য এটা বাড়তি শক্তি হবে। আমরা যদি ব্যাটিংয়ে ওদের সহায়তা করি, তাহলে দলের জন্য অনেক সুবিধা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist