ক্রীড়া ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০১৮

২০১৯ সালে দায়িত্ব ছাড়বেন বেলিস

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে প্রধান কোচ ট্রেভর বেলিসের চুক্তি শেষ হবে ২০১৯ সালে। এরপর আর চুক্তি নবায়ন করবেন না তিনি। গণমাধ্যমকে কাল নিজের সিদ্ধান্তটা সাফ জানিয়ে দিলেন ইংলিশদের অস্ট্রেলিয়ান কোচ। আগামী দুই বছর দল সফল হোক বা না হোক; এরপর জো রুট-জস বাটলারদের সঙ্গে থাকবেন না বেলিস।

সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে চিরশত্রু অস্ট্রেলিয়ার কাছে সিরিজে ৪-০ ব্যবধানে আত্মসমর্পণ করেছে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই দলের এমন বাজে পারফরম্যান্সের দায় খেলোয়াড়দের পাশাপাশি কোচের ওপরও বর্তায়। অ্যান্ড্রু স্ট্রাউসকে বেলিস জানিয়ে দিয়েছেন, নতুন করে আর দলের কোচ হিসেবে চুক্তি করতে চান না তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে চুক্তি আছে বেলিসের। ওই বছরই ঘরের মাঠে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ রয়েছে। বেলিস এই দুটি প্রধান অ্যাসাইনমেন্ট শেষ করেই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist