ক্রীড়া ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০১৮

হাথুরুর ইচ্ছায় নেতৃত্বে ম্যাথুস

গেল বছরের জুলাইয়ে তিন ফরম্যাট থেকেই শ্রীলঙ্কার অধিনায়কত্ব হারান অ্যাঞ্জেলো ম্যাথুস। মাত্র ছয় মাসের ব্যবধানে তার হাতে ফিরে এলো নেতৃত্ব। কাল তাকে সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বাংলাদেশে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে বোর্ড।

ওয়ানডে দলে ফিরেছেন টেস্ট দলপতি দিনেশ চান্দিমাল, ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ও লেগ স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার শেহান মাদুশানাকা। মূলত চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পরই দেশটির ক্রিকেটে পরিবর্তন শুরু হয়েছে। ম্যাথুসকে আবার অধিনায়কত্বে ফেরাতেও বড় ভূমিকা রেখেছেন হাথুরু। ম্যাথুস সেটা স্বীকারও করেছেন। আবার অধিনায়কত্বে ফেরার কথা চিন্তাই করেননি বলে জানালেন ম্যাথুস, ‘যখন আমি সরে দাঁড়ালাম, তখন আরেকবার নেতৃত্বে ফেরার কথা চিন্তাই করিনি। কিন্তু যখন আমরা ভারত সফর থেকে ফিরলাম, সভাপতি আমার সঙ্গে আলোচনা করলেন। হাথুরুসিংহে এবং নির্বাচকরাও আমাকে আবারও দলের দায়িত্ব নেওয়ার কথা বিবেচনা করতে বলেন। এটা নিয়ে ভাবার জন্য আমি কয়েক দিন সময় নিয়েছি।’

২০০৮-১০ সাল পর্যন্ত ম্যাথুসের সঙ্গে কাজ করেছিলেন হাথুরুসিংহে। প্রথমে শ্রীলঙ্কা ‘এ’ দলে, পরে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে। হাথুরুর সঙ্গে কাজ করাটা সহজ হবে বলে মনে করেন ম্যাথুস, ‘আমি দীর্ঘদিন ধরে হাথুরুকে চিনি। আমি জানি, তিনি কিভাবে দল পরিচালনা করেন। আশা করি তার সঙ্গে কাজ করাটা সহজ ও উপভোগ্য হবে।’

শ্রীলঙ্কা দলে জায়গা পাওয়া ২২ বছর বয়সী মাদুশানাকা মাত্র তিনটি প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। মূলত গতি ও ভিন্নধর্মী বোলিং অ্যাকশনের কারণেই তাকে দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৫ জানুয়ারি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist