ক্রীড়া প্রতিবেদক

  ১০ জানুয়ারি, ২০১৮

মুমিনুলের সামনে দ্বি-শতকের হাতছানি

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৬ষ্ঠ আসরের উদ্বোধনী দিনেই শতকের দেখা পেয়েছেন মুমিনুল হক। বিকেএসপিতে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ১৬৯ রানে অপরাজিত আছেন তিনি। আলোক স্বল্পতায় দিনের খেলা ৭ ওভার বাকি থাকতেই থেমে আছে। প্রথম দিনে পূর্বাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৩৪০ রান। আজ সকালে ডাবল সেঞ্চুরির মিশন নিয়েই মাঠে নামবেন মুমিনুল। সিলেটে বিসিএলের অপর ম্যাচে আরিফুল হকের বোলিং তোপে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে মাত্র ১৮৮ রানে গুটিয়ে গেছে ওয়ালটন মধ্যাঞ্চল। জবাব দিতে নেমে বিনা উইকেটে ৯৩ রান তুলে দিন শেষ করেছে উত্তরাঞ্চল।

প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে একাদশ শতকের দেখা পেলেন মুমিনুল। যার মধ্যে একটি ডাবলস নৈপুণ্য রয়েছে। ২০১৫-১৬ মৌসুমে জাতীয় লিগে বরিশালের বিপক্ষে ২৩৯ রান করেছিলেন তিনি। পূর্বাঞ্চলের কালকের দিনটা ছিল মুমিনুলময়। ৪৭ রানের মাথায় ওপেনার লিটন দাসকে হারায় পূর্বাঞ্চল। লিটনের উইকেটটি নেন জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া সৌম্য সরকার। ৮০ রানের মাথায় ৩৩ রানে ফেরেন আরেক ওপেনার ইমতিয়াজ হোসেন। তবে তিন নম্বরে নামা মুমিনুল এক প্রান্ত ধরে রেখে ১৮টি চার ও ২টি ছয়ে ১৬৯ রানের ইনিংস রাঙান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাকির হাসান। তার সংগ্রহ ৪৭ রান। পূর্বাঞ্চলের ব্যাটসম্যানদের মধ্যে ইয়াসির আলী ফিরেছেন ৩৩ রানে, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আউট হয়েছেন ১৩ রানে। অলক কাপালি ৩৫ বল খেলে করেছেন ১৯ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন আবদুর রাজ্জাক ও সাকলাইন সজীব।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অপর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে আরিফুল হক ও শফিউল ইসলামের তোপের মুখে কোণঠাসা হয়ে পড়ে ওয়ালটন মধ্যাঞ্চল। মধ্যাহ্নভোজের আগেই ৫ উইকেট খুইয়ে বসে তারা। খুড়িয়ে চলা ইনিংসটাকে শেষ পর্যন্ত দুইশর কাছাকাছি নিয়ে গেছেন ইরফান শুক্কুর। নয় নম্বরে ব্যাট করতে নেমে ১১৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। মেহরাব জুনিয়র করেছেন ২৭। তবে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন জাতীয় দল থেকে বাদ পড়া পেসার তাসকিন আহমেদ (৩৪)।

জবাবে দিতে নেমে বিনা উইকেটে ৯৩ রানে দিন শেষ করেছে উত্তরাঞ্চল। নাজমুল হাসেন ৪২ আর মিজানুর রহমান ৪৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের গোড়াপত্তন করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist