শওকত হোসেন

  ২২ জুলাই, ২০১৭

দেশ পরিচিতি

ইয়েমেন

ইয়েমেন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটি আরব দেশ। দেশটি এককালে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার সংযোগস্থল ছিল। আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে দক্ষিণ আরবজুড়ে দেশটির অবস্থান। ইয়েমেন আরব উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। আয়তন ৫ লাখ ২৭ হাজার ৯৭০ বর্গকিলোমিটার। জনসংখ্যার ৯৯.১ শতাংশ মুসলিম। এদের মধ্যে ৬৫ ভাগ সুন্নি এবং ৩৫ ভাগ শিয়া। বাকি শূন্য দশমিক ৯ শতাংশের মধ্যে রয়েছে ইহুদি, হিন্দু ও খ্রিস্টান। ইয়েমেনের সরকারি ভাষা আরবি। মুদ্রার নাম ইয়েমেনি রিয়াল।

ইয়েমেনের উপকূল রেখা প্রায় দুই হাজার কিলোমিটার। ইয়েমেনের সীমান্তে রয়েছে উত্তরে সৌদি আরব, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে এডেন উপসাগর ও আরব সাগর এবং পূর্ব-উত্তর পূর্বে ওমান। ইয়েমেনের প্রশাসনিক এলাকা ছয়টি অঞ্চল, ২২টি গভর্নরেট ও ৩৩৩টি জেলায় বিভক্ত। সাংবিধানিকভাবে ইয়েমেনের রাজধানী সানা নগরী বলা হলেও নগরীটি ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে ইয়েমেনের রাজধানী সাময়িকভাবে দক্ষিণ উপকূলের বন্দর নগরী এডেনে স্থানান্তর করা হয়েছে। ইয়েমেনের ভূখ-ে প্রায় ২০০টি দ্বীপ অন্তর্ভুক্ত রয়েছে, এগুলোর মধ্যে আরব সাগরের সোকোত্রা দ্বীপটি বৃহত্তম। লোহিত সাগরের উল্লেখযোগ্য কয়েকটি দ্বীপ হলো হানিশ দ্বীপপুঞ্জ, কামারান ও পেরিম। ইয়েমেনের উদ্ভিদ জগৎ খুবই বৈচিত্র্যময়। এখানকার উদ্ভিদ জগতে গ্রীষ্মম-লীয় আফ্রিকান, সুদানি উদ্ভিদ ভৌগোলিক অঞ্চল এবং সাহারো-আরবীয় অঞ্চলের গাছপালার একটা সংমিশ্রণ লক্ষ করা যায়। পশ্চিমাঞ্চলীয় পর্বতমালা এবং উচ্চ সমভূমিগুলোর একাংশে সুদানি প্রাধান্য রয়েছে, কেননা এই অঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয়। ইয়েমেন এককালে সার্বিয়ানদের (বাইবেল অনুযায়ী শেবা) আবাসভূমি ও বাণিজ্যিক রাষ্ট্র ছিল। রাষ্ট্রটি এক হাজার বছর ধরে সুনামের সঙ্গে টিকেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist