আব্দুস সালাম

  ১৫ জুলাই, ২০১৭

বর্ষা

বর্ষা এলে দূর হয়ে যায় গ্রীষ্মকালের ক্লান্তি

বর্ষা এলে খুশিই সবে মনে আসে শান্তি।

কতজনে করে দেখি বর্ষাকালের বন্দনা

কদম-কেয়া ফুলের সুবাস সত্যি সেটা মন্দ না।

রিমঝিমঝিম সুরে যখন মাঠে ঝরে বর্ষণ

কৃষকেরা খুশি হয়ে করে জমি কর্ষণ।

দুষ্টুরা সব খেলা করে বৃষ্টি জলে ভিজে

নাচলে ময়ূর দেখতে তখন ভালো লাগে কী যে!

চারিদিকে শুধু তখন জলরাশির বন্যা

শাপলা তোলে হাসিমুখে পল্লী-গাঁয়ের কন্যা।

বৃষ্টি কভু অধিক হলে হয় ফসলের ক্ষতি

নেমে আসে জীবনজুড়ে শুধুই যে দুর্গতি।

ঘরবাড়ি সব বানের জলে যায় যে দূরে ভেসে

তবু সবাই অনেক খুশি বর্ষা ভালোবেসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist