আনোয়ারুল হক নোমান

  ২৫ জুলাই, ২০২০

আষাঢ়

নীল আকাশে কালো মেঘ

ভর দুপুরে আঁধার

রিমঝিমঝিম বৃষ্টি শেষে

রোদেলা দুপুর আবার।

চঞ্চলা রোদ বারেক লুকায়

ফের নিবিড় আঁধার কালো

বর্ষাবেলা সকাল-সাঁঝে

বাদল প্রাণের আলো।

স্যাঁতসেঁতে হয় উঠোন বাড়ি

সজীব করে বন

কদম কেয়া হিজল জারুল

মাতায় সকল মন।

নৌকা-ভেলায় আষাঢ় দিনে

করে পারাপার

উচ্ছ্বাসে প্রবাহিণী

ভাঙে তার পাড়।

ডুবা-বিলে শাপলা-শালুক

পদ্ম কমল ফুটে

পূর্ব গগনে রংধনু রঙ

সকল নয়ন লুটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close