উৎপলকান্তি বড়–য়া

  ১১ জুলাই, ২০২০

বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে

নদীর জলে বৃষ্টি পড়ে ছাতায়,

বৃষ্টি পড়ে বইয়ের ব্যাগে খুকুর অঙ্ক খাতায়।

বৃষ্টি পড়ে

সৃষ্টি সুখের আনন্দ-সুখ পাওয়া,

বৃষ্টি পড়ে মায়ের হাতের ডাল-খিচুড়ি খাওয়া।

বৃষ্টি পড়ে

মুষলধারায় বৃষ্টি ভেজায় দাওয়া,

বৃষ্টি পড়ে ঝরো মুখর রবীন্দ্র গীত গাওয়া।

বৃষ্টি পড়ে

গাছের ডালে বৃষ্টি পড়ে পাতায়,

বৃষ্টি পড়ে নিতিন খুড়োর তেলচে টেকো মাথায়।

বৃষ্টি পড়ে

ভাঙা টিনের চালে টাপুর-টুপুর,

কেউ কি দেখে দুঃখীর কেমন বাজে দুঃখের নূপুর?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close