সুফিয়ান আহমদ চৌধুরী

  ০৪ জুলাই, ২০২০

সকালবেলা

সকালবেলা সাজছে হাসি

সাজছে আর গীতা,

আনন্দে হাসে হাসছে রাঙা

চুলে রঙিন ফিতা।

সাথীরা সব খুশিতে রয়

ঘুরতে যাবে পাড়া,

সন্দেশ মিষ্টি খায় যে কত

মনটা মাতোয়ারা।

মনটা সুখে নাচছে তাধিন

সুখেতে কী যে সেই,

পাড়াটা জুড়ে ঘুরবে সুখে

দুঃখটা মনে নেই।

পাখির মেলা ফুলের মেলা

মিষ্টি হাওয়া বয়,

উজালা মনে ঘুরছে পাড়া

মনে নেইতো ভয়।

দুঃখটা ভুলে হাতেতে হাত

যায় যে ঘুরে যায়,

সকালবেলা কতই ফুর্তি

দেশের গান গায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close