কাজী মোহিনী ইসলাম

  ০৪ জুলাই, ২০২০

বর্ষাকন্যা

মেঘ রঙা রং শাড়ি তোমার জলরঙা রং চুল,

নামটি তোমার বর্ষা কন্যা খোঁপায় কদম ফুল।

রুম ঝুমা ঝুম ছড়ার নূপুর তুমি এলেই বাজে

খোকাখুকুর মন বসে না লেখাপড়ায়, কাজে।

দূর আকাশে চেয়ে ভাবে কোথায় মেঘের বাড়ি?

সুয্যি মামা দিল বুঝি সাত সকালে আড়ি?

থৈ থৈ থৈ জলে ভরে নদীনালা পুকুর

দিনের আলো যায় না দেখা সন্ধ্যা হলো দুপুর।

নদীনালা-পুকুরজুড়ে ঢেউ নাচে থৈ থৈ

ঘরের কোণে মুখ লুকিয়ে কেমন করে রই?

দিন-দুপুরে হঠাৎ করে সন্ধ্যা নেমে এলো

আজ আকাশের মন ভালো নেই, চাঁদটা কোথায় গেল?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close