আনোয়ারুল হক নোমান

  ০৪ জুলাই, ২০২০

মহামারি করোনা

লক্ষ প্রাণের বেদনা করুণ

শুনি করুণ আর্তনাদ,

বিশ^জুড়ে করোনাব্যাধি

ঘটায় প্রসাদ!

উহান হতে হাঁকে রাজপথে

করে অবনি দিশাহারা

করুণ করোনা দিগন্তরে

জীবন প্রদীপ ঝরে অঝরধারা!

অসহায় করে, করে একঘরে

প্রীতি-বন্ধনে চুকে আলো;

ছিন্ন স্বজন বিদীর্ণ বেদন

এ কোন অদ্ভুত কালো!

প্রত্যহ তার গড়ে দুর্বার

সমরে ক্ষান্ত নাহি হবে

মরণব্যাধির মারণ বেলা

আতঙ্কে মোরা সবে!

অতীতের চেয়ে ভয়াল কঠিন

হাঁকিছে ভবিষ্যৎ

সোনালি দিনের প্রিয় বিশ^ভূমি

হবে কি মহৎ!

কেতাবি যারা দিয়াছেন ধারা

চলি স্বর্গসুখ পাণে;

প্রসন্নমুখে করিব বরণ

ভাসিব তাহার তানে।

খোদার অপার করুণা লয়ে

ফের হাসিবে এই বিশ^ভূমি

করুণ দিনে দীক্ষা নিয়ে

রাঙাব জীবন আমি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close