মো. ছিদ্দিকুর রহমান

  ২১ মার্চ, ২০২০

নেতার ডাক

মহান নেতার ডাক যে শোনে

স্বাধীনতার প্রহর গুনে

একাত্তরের মার্চে,

সাতই মার্চের দিনটি ছিল

কৃষক শ্রমিক ডাক যে দিল

খুঁজে দেখি সার্চে।

নেতা আমার দেয় যে ভাষণ

মানব না আর পাকের শাসন

রুখে দাঁড়াও সবে,

প্রতিবাদ করলে যুদি

পাকহানারা ছাড়ে গদি

হব স্বাধীন তবে।

দেশের তরে স্বাধীন আনতে

মহান নেতার নির্দেশ মানতে

দেয় যে সবাই গর্জন,

প্রতিবাদের দুর্গ গড়ে

পাক সেনাদের ধ্বংস করে

স্বাধীন করে অর্জন।

একাত্তরে বাংলার সৈনিক

রক্ত ঝরায় তারা দৈনিক

আনতে স্বাধীন দেশে,

ঝাঁপায় পড়ে দেশের তরে

রক্ত স্রোতে জীবন ঝরে

মরে বীরের বেশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close