দিপংকর দাশ

  ১৪ মার্চ, ২০২০

একাত্তরের কথা

মায়ের কাছে শুনে খোকা

একাত্তরের কথা,

আনতে স্বদেশ এ দেশবাসী

সয়েছিল ব্যথা।

পিতা হারায় স্নেহের পুত্র

মাতা হারায় মান,

বোনের দেহে শকুন আঁচড়

লক্ষ বলিদান।

হাজার মানুষ দেশ ছেড়ে যায়

বাঁচাতে নিজ প্রাণ,

দামাল ছেলের প্রাণে বাজে

বিজয়েরই গান।

তাইতো সেদিন আনতে গিয়ে

মায়ের মুখের হাসি,

শত্রুর শূলে ছেলে চড়ে

বরণ করে ফাঁসি।

নয়টি মাসের রক্তধারা

দিল নতুন আলো,

মুক্তি পেল মাতৃভূমি

দূর হলো সব কালো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close