আনিসুর রহমান

  ১৪ মার্চ, ২০২০

আমার বাংলা ভাষা

মধুর চেয়েও মধুর লাগে

আমার বাংলা ভাষা,

শুনতে লাগে খাসা

এই ভাষাতে মনের ঘরে

পুষি স্বপন আশা।

বাংলা ভাষার মত মধুর

ভাষা বিশ্বে পাই না,

বাংলা ছাড়া গাই না

তাইতো মোরা মাতৃভাষা

হারাতে যে চাই না।

এই ভাষাতে সুখের বৃষ্টি

ছন্দ তালে ঝরে,

হৃদয় সবার ভরে

মিষ্টি সুরে পাখির গানে

সবুজপাতা নড়ে।

বাংলা ভাষায় যাদুমাখা

ভোরের রবি হাসে,

ফুলের সুবাস আসে

এই ভাষাতে সুখের তরী

মন নদীতে ভাসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close