আবদুস সামাদ

  ০৭ মার্চ, ২০২০

ক্ষুরধার ভাষণ

শোষণ, তোষণ, শাসন

জবাব দেয় এক ভাষণ।

যেই ভাষণের মধ্যে ছিল

স্বাধীনতার মন্ত্র

তাই বাঙালি গুঁড়ায় ওদের

সকল ষড়যন্ত্র।

খরগ্রোতা নদীর মতোই

ভাষণের সে কী ধার!

যেই ধারেরই তলায় পড়ে

শাসকের সে কী হার!

নিরুপায় হয়ে করে নেয়

শেষ, বশ্যতা স্বীকার।

কী ছিল না এই ভাষণের মধ্যে?

সবটাই কবি বলেছেন তার পদ্যে।

যে পদ্য আজ বিশ্বজুড়ে স্বীকৃত

উল্টো ভুট্টোরা আজও ধীকৃত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close