মো. ছিদ্দিকুর রহমান

  ০৭ মার্চ, ২০২০

অগ্নিঝরা মার্চ

দেশের জন্য বাংলার সেনা

দিয়ে মার্চে গর্জন,

বাংলা মায়ের স্বাধীন এনে

পাকি করে বর্জন।

রক্তের গ্রোতে গা ভাসিল

অগ্নিঝরা মার্চে,

একাত্তরের সেই সব স্মৃতি

খুঁজে দেখো সার্চে।

ইতিহাসের পাতায় পাতায়

আছে তারা গাঁথা,

দেশের সুখের চিন্তাধারায়

ঘামায় সদা মাথা।

রক্তে রাঙায় দেশের মাটি

চেয়ে দেশের মুক্তি,

ভাঙে তারা পাক বাহিনীর

ছিল যত শক্তি।

ভালোবেসে দেশকে তারা

অস্ত্র তোলে কাঁধে,

পাক সেনাকে করে ঘায়েল

ফেলে তাদের ফাঁদে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close