রানাকুমার সিংহ

  ২৯ ফেব্রুয়ারি, ২০২০

কোন উপমায়

কোন উপমায় লিখবো আমি

এই ছড়া,

রক্তমাখা আট ফাগুনে

যে-ই গড়া।

কোন রূপকে বাংলা ভাষার

রোজ চারণ,

মধুমাখা মায়ের মুখের

উচ্চারণ!

সেই ফাগুনের রং ও রূপে

একাত্তর,

বিজয়গাথায় মুষ্টি তোলে

এক হাত তোর।

আরেক হাতে বজ্র শপথ

দেশ গড়ার,

রাশি রাশি স্বপ্ন ও সাধ

পেশ করার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close