জাকির আজাদ

  ০৮ ফেব্রুয়ারি, ২০২০

জোহা

আজকে জোহা কয় না কথা

বাসার কারো সাথে,

গোমড়া মুখে বসে চুপচাপ

নখ যে খুঁটে দাঁতে।

সকাল থেকে পড়ে আছে

প্রিয় খাবার পাতে,

বাদাম দেওয়া ক্ষীরের পায়েস

ঘি মাখানো ভাতে।

আম্মু সাধে আব্বু সাধে

ভাইয়া যোগ দে তাতে,

ছোঁয় না কিছু চায় না কিছু

খায় না কারো হাতে।

জোহার পুষি পালিয়ে গেছে

গতকাল রাতে,

তাইতো জ্যোতির দুঃখ এত

অশ্রু আঁখি পাতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close