তারিক সিদ্দিকী

  ০১ ফেব্রুয়ারি, ২০২০

দুপুরের মানুষ

পোড়ায় সূর্য মধ্য দুপুর

ঝলছে উঠে দিনমজুর

বালিশ নরম চেয়ারটাতে

দিবা স্বপ্নে জিরান হুজুর।

কেমন তরো ফানুশ যারা

ফি-বলদের ঘানি টানে

বছর ঘোড়ায় এক নিয়মে

সওয়ারি সাজে ভর জীবনে।

কারা তারা মানুষ নামে

যম জুয়াড়ি আঁধার আঁকে?

খাটিয়ে মানুষ, লাট বিহারে

রক্ত শুষে আহার বাটে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close