জিল্লুর রহমান পাটোয়ারী

  ২৫ জানুয়ারি, ২০২০

শীতের কাঁপন

শীত এসেছে শীত এসেছে,

আয়ান তুবার গায়ে-

উজান থেকে এলো রে শীত,

এলো ডিঙি নায়ে।

হিমেল বাতাস ছুঁইছে আকাশ,

হিম কুয়াশা ভরে -

সকাল বেলায় সূর্যের আলো,

ঢেকে দেয় আঁধারে।

শীতের কাঁপন দিচ্ছে ঝাঁকন,

আয়ান তুবার গায়ে-

উজান থেকে এলো রে শীত,

এলো ডিঙি নায়ে।

শীতের ভয়ে আয়ান তুবা,

লেপটা দিয়ে গায়ে-

দিচ্ছে আড়ি হিম শীতকে,

ভাগিয়ে পৌষের বায়ে।

কী মজা কী মজা বলে-

তাড়িয়ে দিল শীত-

লেপ মুড়িয়ে ঘুমায় ওরা,

বাজায় শীতের গীত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close