সুপান্থ মিজান

  ২৫ জানুয়ারি, ২০২০

শীতের জ্বালা

ধুত্তুরি ছাই! ভাল্লাগেনা হিমকুয়াশার শীত

থরথরিয়ে কাঁপা সুরে দন্তেও গায় গীত।

পাই না খুঁজে সূর্যমামা পাই না খুঁজে তাপ

গোসল করার জন্য মায়ে দেয় যে শুধু চাপ।

ভয়ে থাকি ঘাটে বসে করতে গিয়ে স্নান

শেষবেলাতে সূর্যের আলো যখনই মøান।

শীতের জ্বালা যায় না বলা বুঝে পথবাসী

শিশু-বৃদ্ধের বাড়ে কষ্ট জ্বালায় ঠান্ডা কাশি।

শীতের কামড় খুবই জ্বালা গরিবেরা বোঝে

জ্বালা হতে বাঁচতে সবাই গরম কাপড় খোঁজে।

এসো সবাই হাতটি বাড়াই খুলে মনের তালা

গরম কাপড় দান করে দূর করি শীতের জ্বালা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close