গোলাম নবী পান্না

  ১৮ জানুয়ারি, ২০২০

শীতের দিনে

হিম হয়ে যায় শরীরখানা

ঝিরিঝিরি হাওয়াতে

শীতের দিনে পুকুর জলে

ডুবে ডুবে নাওয়াতে,

ঠান্ডা লেগে জমে যাওয়া

নানা রকম খাওয়াতে।

কেউ খুশি হয় কেউ খুশি নয়

শীতের এ দিন পাওয়াতে

কারোর অভাব গরম কাপড়

শখ সেটা নয় চাওয়াতে।

কেউবা শীতে সুখ প্রকাশে

সুর বেছে নেন গাওয়াতে,

কেউবা ভাবে নদীতে শীত

জমা পড়ে যাওয়াতে-

ঢেউয়ে ঢেউয়ে আঁচড়ে পড়ে

বৈঠা দিয়ে বাওয়াতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close