স্বপন শর্মা

  ১১ জানুয়ারি, ২০২০

শীত এসেছে

শীত এসেছে এবার পৌষে দেশের মাঠেঘাটে

লেপতোশকে ধুম লেগেছে কেনাবেচার হাটে।

হিম-কুয়াশা শীতল বায়ু বসল যেন জেঁকে

চাদর জামা জ্যাকেট মোজা দাম চলেছে হেঁকে।

শীত পড়েছে, হিমেল বায়ু বাজার খুবে গরম

এবার শীতে কাপড় নিতে দিচ্ছি মূল্য চরম।

আগেভাগেই এবার বুঝি শীতটা এলো নেমে

দোকানভরা শীত কাপড়ে মূল্যটা নেই থেমে।

শীতে কাঁপুক দেশটা পুরো কারো সেটা চাওয়া

হিম-শীতলে ভরা থাকুক ডানে-বায়ে হাওয়া

এই সুযোগে দরদি সেজে হবে নেতা মহান

গরিব দুঃখী কাহিল হয়ে পায় যে অনুদান।

শীতটা যদি শিশু-বুড়োক, একটু না কাঁপায়

তবে ওদের নেতা হবার থাকে না তো উপায়।

আজকে যারা কমার্শিয়াল নিজের ভালো বুঝি

আসুন তারা এসব ছেড়ে, মানবতাটা খুঁজি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close