আনোয়ারুল হক নোমান

  ১১ জানুয়ারি, ২০২০

বৈচিত্র্যময় বাংলা

দিঘির জলে নৌকা ভাসে

ভাসে রাজহাঁস,

মৎস্য খেলে মেঘের ছায়ায়

গভীর জলে বাস।

মাঠের বুকে চরে গরু

সবুজ-শ্যামল ঘাসে,

সরষে ফুলের হলুদ রঙ

নয়ন জুড়ে আসে।

খেজুর গাছে রসে ভরে

মাটির কলসি,

বাংলা আমার জন্মভূমি

বড়ই রূপসী।

ফুল বনেতে ভ্রমর উড়ে

প্রজাপতির মেলা;

দিবা-রাত্রির আবর্তনে

নামে সাঁঝের বেলা।

ঝিঁঝিঁর ডাকে মাতিয়ে তুলে

বনকুসুমের ঝোপ,

জোনাক পোকা আঁধার রাতে

দেখায় অপরূপ!

জোৎস্না ভরা রাত্রি আসে

স্নিগ্ধ প্রীতির বাঁধন,

শিশির বিন্দু ঘাসের বুকে

দেখায় মোতির কিরণ।

ভোরবিহানে ডাকে পাখি

অরুণ হেসে উঠে,

মাতৃভূমির সকল স্নেহ

এই জীবনে ফুটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close